সিলেট একাদশে পাঁচটি পরিবর্তন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (২১ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স এবং সিলেট থান্ডার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ টায়।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। সিলেট, তাদের একাদশে মোট পাঁচটি পরিবর্তন এনেছে।

এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে মুশফিকুর রহিমের খুলনা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। অপরদিকে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি মোসাদ্দেক হোসেনের সিলেট।
খুলনা টাইগার্স একাদশঃ সাইফ হাসান, রহমতউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামসুর রহমান শুভ, রবি ফ্রাইলিঙ্ক, মেহেদী হাসান, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও রবিউল হক।
সিলেট থান্ডার একাদশঃ আন্দ্রে ফ্লেচার, আব্দুল মজিদ, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), জনসন চার্লস, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, ক্রিসমার সান্টোকি, মনির হোসেন, এবাদত হোসেন, সোহাগ গাজী ও নাভিন উল হক।