জাতীয় দলের ঘাটতি পূরণের লক্ষ্য অধিনায়ক মাহমুদউল্লাহর

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সবকিছু ঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সদ্য সমাপ্ত ভারত সিরিজেও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

বিশ্বকাপে নেতৃত্ব পেলে দলের সব ঘাটতি পূরণ করে স্বাভাবিক ক্রিকেট খেলতে চান তিনি। শনিবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের পর এ কথা জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ।
পরবর্তী সিরিজে দায়িত্ব পেলে এই পরিকল্পনা নিয়ে এগোতে চান মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমি শতভাগ নিশ্চিত না। যদি আমি দায়িত্ব পাই, শতভাগ দিয়ে চেষ্টা করব। সর্বশেষ সিরিজে ছিলাম। পরবর্তী সিরিজে যদি দায়িত্ব পাই, তাহলে চেষ্টা করব যে যে জায়গায় আমাদের ঘাটতি আছে, সেগুলো বের করে যেন প্রপার ক্রিকেট খেলতে পারি।’
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো ক্রিকেট খেলেও সিরিজ জিততে না পারায় হতাশ মাহমুদউল্লাহ। এ প্রসঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের ভাষ্য, ‘শেষ সিরিজে ভারতের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। যদিও সিরিজটি আমরা জিততে পারিনি টি-টোয়েন্টিতে।’