উইকেট খরা কাটালেন মাশরাফি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
৬ ম্যাচ পর উইকেটের দেখা পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশেকে বোল্ড করে উইকেট খরা ঘুচান মাশরাফি।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ উইকেট পেয়েছিলেন। সেই ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে ফিরিয়েছিলেন মাশরাফি।

এরপর ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে উইকেট পাননি বাংলাদেশের অধিনায়ক। ভারত এবং পাকিস্তানের বিপক্ষেও উইকেট শূন্য ছিলেন ডানহাতি এই অভিজ্ঞ পেসার।
বঙ্গবন্ধু বিপিএল দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরেছেন মাশরাফি। প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন তিনি।
বিশ্বকাপের পর ক্রিকেট থেকে দূরেই ছিলেন মাশরাফি। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এরপর বাংলাদেশের আর ওয়ানডে ম্যাচ না থাকায় মাঠে ফেরা হয়নি তাঁর।