অধিনায়কের বাহবা পেলেন মুক্তার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে উড়িয়ে জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ম্যাচে এসেই হারের মুখ দেখলো দলটি। খুলনা টাইগার্সের বিপক্ষে তাঁরা হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। এই ম্যাচে চট্টগ্রামের উপরের সারির বেশিরভাগ ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন।
শেষদিকে ছোটখাটো এক ঝড় তুলেছিলেন অলরাউন্ডার মুক্তার আলী। ৪ ছক্কায় ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর এই ইনিংসে ভর করেই ৬ উইকেটে ১৪৪ রানের লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এমন ইনিংসের সুবাদে ম্যাচ হারের পর ভারপ্রাপ্ত অধিনায়ক রায়াদ এমরিটের বাহবা পেয়েছেন মুক্তার। তবে ২০-৩০ রানের আক্ষেপ করেছেন তিনি। রানটা একটু বেশি হলে জয়ের সম্ভাবনা ছিল বলেও মনে করেন চট্টগ্রাম অধিনায়ক।
এ প্রসঙ্গে এমরিট বলেন, 'আমরা ১৬০ এর উপরে করলে আমাদের সুযোগ থাকতো ম্যাচ জেতার। আমরা ১৪০ রানের মতো করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ মুক্তার আলীকে। আমরা অবশ্যই ২০-৩০ রান কম করেছি।'
খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভুগেছে চট্টগ্রাম। এমরিটের মতে টস হারাই কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর দলের জন্য। পরে ব্যাট করলে বল সহজে ব্যাটে আসতো বলেও মনে করেন তিনি।
এমরিট বলেন, 'আমরা জানতাম টস অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি আগেও বলেছি টস লটারির মতো। আপনি জানেন না এটা জিতবেন কিনা। সত্যি বলতে, এই পিচে রান করা কঠিন ছিল। বল কিছুটা ধীরে আসছিল এবং পরে ব্যাটিং করলে বল ভেজা থাকতো, বল ব্যাটে ভালো আসতো।'