উদ্বোধনী ম্যাচে টস জিতল চট্টগ্রাম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে সিলেট থান্ডার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১ টা ৩০ মিনিটে।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চ্যালেঞ্জার্স ভারপ্রাপ্ত অধিনায়ক রায়াদ এমরিট। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরিতে থাকায় চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার এমরিট।
দুই দলের অনেক বিদেশি ক্রিকেটার এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। দেশীয় ক্রিকেটারদের প্রতি জোর দিয়েই একাদশ গঠন করা হয়েছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ
দেশিঃ মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ ও জুনায়েদ সিদ্দিকী।
বিদেশিঃ ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিস্কা ফার্নাডো (শ্রীলঙ্কা), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ) ও মুসা খান (পাকিস্তান)।
সিলেট থান্ডারঃ
দেশিঃ মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান ও রুবেল মিয়া।
বিদেশিঃ শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ শফিক (আফগানিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা)।