promotional_ad

সিলেট থান্ডারের কোচিং স্টাফে আরেক প্রোটিয়া

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডার বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ন্যান্টি হাওয়ার্ডকে। রবিবার নিজেদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট থান্ডার।


দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬টি টেস্ট এবং ২১টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই সাবেক পেসারের। আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় থিতু হতে পারেননি তিনি। তবে ইংলিশ কাউন্টি এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন এই পেসার।



promotional_ad

২০১২ সালে সব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিং পেশায় মনোযোগ দেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল পিন টাউন ক্রিকেট ক্লাবের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এবার প্রথমবারের মতো বিপিএলে কোচিং করাতে আসছেন হাওয়ার্ড।


সিলেট থান্ডারের প্রধান কোচ হিসেবে আছেন আরেক প্রোটিয়া হার্শেল গিবস। যদিও প্রথমে প্রধান কোচ হিসেবে স্থানীয় কোচ সারোয়ার ইমরানকে নিয়োগ দিয়েছিল দলটি। পরবর্তীতে তাঁকে বাদ দিয়ে গিবসকেই প্রধান কোচ হিসেবে নির্বাচন করেন সিলেট থান্ডার।


সারোয়ার ইমরানকে সহকারী কোচ হিসেবে কাজ করার জন্য অনুরোধ করা হলেও তিনি এই দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন। বঙ্গবন্ধু বিপিএলে একমাত্র দেশি কোচ হিসেবে ঢাকা প্লাটুনের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball