সিলেট থান্ডারের কোচিং স্টাফে আরেক প্রোটিয়া

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডার বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ন্যান্টি হাওয়ার্ডকে। রবিবার নিজেদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট থান্ডার।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬টি টেস্ট এবং ২১টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই সাবেক পেসারের। আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় থিতু হতে পারেননি তিনি। তবে ইংলিশ কাউন্টি এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন এই পেসার।

২০১২ সালে সব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিং পেশায় মনোযোগ দেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল পিন টাউন ক্রিকেট ক্লাবের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এবার প্রথমবারের মতো বিপিএলে কোচিং করাতে আসছেন হাওয়ার্ড।
সিলেট থান্ডারের প্রধান কোচ হিসেবে আছেন আরেক প্রোটিয়া হার্শেল গিবস। যদিও প্রথমে প্রধান কোচ হিসেবে স্থানীয় কোচ সারোয়ার ইমরানকে নিয়োগ দিয়েছিল দলটি। পরবর্তীতে তাঁকে বাদ দিয়ে গিবসকেই প্রধান কোচ হিসেবে নির্বাচন করেন সিলেট থান্ডার।
সারোয়ার ইমরানকে সহকারী কোচ হিসেবে কাজ করার জন্য অনুরোধ করা হলেও তিনি এই দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন। বঙ্গবন্ধু বিপিএলে একমাত্র দেশি কোচ হিসেবে ঢাকা প্লাটুনের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।