promotional_ad

আইপিএল খেলতে আগ্রহী বাংলাদেশের ৬ ক্রিকেটার

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর কলকাতায়। আইপিএল কতৃপক্ষ জানিয়েছে, নিলামের জন্য ৯৭১ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় আছেন ৬ জন বাংলাদেশি ক্রিকেটারও। তবে কোন সেই ৬ ক্রিকেটার সেটা জানায়নি আইপিএল কতৃপক্ষ।


এই তালিকায় নাম থাকলেই যে নিলামে ডাকা হবে, এমনটা নয়। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আইপিএলের দলগুলো নিজেদের পছন্দের তালিকা জমা দেবে। সেই তালিকাতে নাম থাকলেই ডাকা হবে নিলামে। নিলামে নাম দেয়া ২১৫ জন ক্রিকেটারের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।



promotional_ad

২০২০ সালের আইপিএলের ট্রেডিং উইন্ডো বন্ধ হয়েছে অনেক আগেই। টুর্নামেন্টের নিলামে ক্রিকেটারদের নাম নিবন্ধন করার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। আইপিএলে অংশগ্রহণকারী আটটি দলে ৭৩ জন ক্রিকেটারের শূন্যস্থান রয়েছে। নিলামে নাম দেয়া ক্রিকেটারদের মধ্যে ১৯জন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। 


এছাড়া জাতীয় দলে না খেলা ৬৩৪ জন ভারতীয় ক্রিকেটার নিলামের নিজেদের নাম নিবন্ধন করেছেন। জাতীয় দলের হয়ে না খেললেও কমপক্ষে একটি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৬০ জন ভারতীয় ক্রিকেটারের। মোট ১৯৬ জন বিদেশি ক্রিকেটার আইপিএলের নিলামে নাম নিবন্ধন করেছেন।


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী দেশগুলোর ২জন ক্রিকেটার আইপিএলের নিলামে নাম দিয়েছেন। বাংলাদেশের ৬ জনের সঙ্গে বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে নাম দিয়েছেন আফগানিস্তানের ১৯ ক্রিকেটার।



এ ছাড়া অস্ট্রেলিয়ার ৫৫ জন, ইংল্যান্ডের ২২, দক্ষিণ আফ্রিকার ৫৪, নিউজিল্যান্ডের ২৪, শ্রীলঙ্কার ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ৩, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের ১ জন করে ক্রিকেটার আইপিএল খেলতে আগ্রহী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball