promotional_ad

পান্তের ঝড়ের কাছে হার মানল রাহানের সেঞ্চুরি

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রিশভ পান্তের ঝড়ো ইনিংসের কাছে হার মেনেছে আজিঙ্কা রাহানের সেঞ্চুরি। জয়পুরে আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ছয় উইকেটে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস।


এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল দিল্লী। অপরদিকে পয়েন্ট তালিকার সপ্তম স্থানেই রয়েছে রাজস্থান।


১৯২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ৭২ রানের জুটি গড়েছে দিল্লী। ওপেনার শিখর ধাওয়ান এদিনে করেন ২৭ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৫৪ রান। 


promotional_ad

আরেক ওপেনার পৃথ্বী শ করেন ৩৯ বলে ৪২ রান। এই দুজন ফিরে গেলে দলের রান বাড়াতে থাকেন রিশভ পান্ত। ৩৬ বলে ছয়টি চার ও চারটি ছক্কার সুবাদে তিনি করেন ৭৮* রান।


তাঁর এমন ইনিংসে চার বল হাতে রেখেই জয় পেয়েছে দিল্লী। রাজস্থানের হয়ে শ্রেয়াশ গোপাল দুইটি উইকেট নিয়েছেন।   


টসে হেরে আগে ব্যাট করতে নেমে রাহানের সেঞ্চুরির সুবাদে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯১ রান করেছে রাজস্থান। সম্প্রতি অধিনায়কত্ব হারানো এই ক্রিকেটার করেন ৬৩ বলে অপরাজিত ১০৫ রান।


ইনিংসে ছিল এগারোটি চার ও তিনটি ছক্কার মার। এছাড়া রাজস্থানের নতুন অধিনায়ক স্টিভ স্মিথ করেন ৩২ বলে আটটি চারে ৫০ রান। শেষদিকে ১৩ বলে ১৯ রান করেন স্টুয়ার্ট বিনি।


এছাড়া দুই অঙ্কের রানও করতে পারেননি রাজস্থানের কোন ব্যাটসম্যান। দিল্লীর হয়ে দুইটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।


সংক্ষিপ্ত স্কোরঃ-


রাজস্থান রয়্যালসঃ- ১৯১/৬ (২০ ওভার)
(রাহানে ১০৫*, স্মিথ ৫০; রাবাদা ২/৩৭)
দিল্লী ক্যাপিটালসঃ- ১৯৩/৪ (১৯.২ ওভার)
(পান্ত ৭৮*, ধাওয়ান ৫৪; গোপাল ২/৪৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball