তলানিতে থাকা কোহলিদের কাছে চেন্নাইয়ের হার

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে শেষ ওভারের উত্তেজনার ম্যাচে টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়েছে টেবিলের তলানির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এতে অবশ্য পয়েন্ট টেবিলের অবস্থান পরিবর্তিত হয়নি কোন দলের।
১৬২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় চেন্নাই। ২৮ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে দলটি।
এরপরে সাময়িক প্রতিরোধ গড়েন আম্বাতি রাইডু। ২৯ রান করে তিনিও ফিরে যান। এরপরে একপ্রান্তে একাই লড়াই চালিয়ে চান মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাই অধিনায়ক পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখাও। উইকেট পড়তে থাকায় এবং ক্রমশ রানরেট বেড়ে যাওয়ার পরেও একাই লড়েছেন ধোনি।

এমনকি শেষ ওভারে ২৬ রান লাগতো চেন্নাইয়ের। উমেশ যাদবের সেই ওভারে ২৪ রান নিয়েছেন ধোনি। শেষ বলে দুই রান প্রয়োজন হলে সিঙ্গেলস দিতে ব্যর্থ হন তিনি, অপরপ্রান্তে রানআউট হন শারদুল ঠাকুর।
পাঁচটি চার ও সাতটি ছক্কায় ৪৮ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন ধোনি। ব্যাঙ্গালুরুর হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন এবং উমেশ যাদব। চেন্নাই থেমেছে ২০ ওভারে আট উইকেটে ১৬০ রান করে।
এর আগে ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬১ রান করেছে ব্যাঙ্গালুরু। ভিরাট কোহলি (৯) এদিনে ব্যর্থ হলেও হাল ধরেছেন পার্থিব প্যাটেল।
সাবেক ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে ৩৭ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। এরপরে এবি ডি ভিলিয়ার্সের ১৯ বলে ২৫, আক্সদ্বীপ নাথের ২০ বলে ২৪, মার্কাস স্টয়নিসের ১৩ বলে ১৪ ও মঈন আলীর ১৬ বলে ২৬ রানের কল্যাণে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় ব্যাঙ্গালুরু।
টেবিলের শীর্ষে থাকা চেন্নাইয়ের হয়ে দীপক চাহার, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো দুইটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ- ১৬১/৭ (২০ ওভার)
(পার্থিব ৫৩, আলী ২৬; চাহার ২/২৫)
চেন্নাই সুপার কিংসঃ- ১৬০/৮ (২০ ওভার)
(ধোনি ৮৪*, রাইডু ২৯; স্টেইন ২/২৯)