অশ্বিনের পারফর্মেন্সে হেরেছে বাটলাররা

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
চণ্ডিগড়ে আইপিএলের খেলায় রাজস্থান রয়্যালসকে ১২ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। টসে হেরে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের ঝড়ে দ্রুতগতিতে রান তোলে পাঞ্জাব।
অবশ্য ২২ বলে ৩০ রান করেই জোফরা আর্চারের শিকারে পরিণত হন তিনি। এরপরে ১২ বলে ২৬ রানের আরেকটি ক্যামিও খেলে বিদায় নেন মায়াঙ্ক আগারওয়াল। এরপরে ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন ডেভিড মিলার।
৪৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন রাহুল। মিলারের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪০ রান। শেষদিকে দুইটি ছক্কা ও একটি চারে রবিচন্দন অশ্বিনের ৪ বলে ১৭* রানের সুবাদে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে পাঞ্জাব। আর্চারের শিকার তিনটি উইকেট।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে গুছিয়ে শুরু করতে চেয়েছিল রাজস্থান। কিন্তু দলীয় ৩৮ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। ১৭ বলে ২৩ রান করে ফিরে যান জশ বাটলার।
এরপরে স্যাঞ্জু স্যামসন চেষ্টা করেও উইকেটে পর্যাপ্ত সময় থাকতে পারেননি। ২১ বলে ২৭ রান করে ফিরে গিয়েছেন তিনি। দলীয় ১২৭ রানে ফিরে যান ওপেনার রাহুল ত্রিপাঠিও।
যাওয়ার আগে ৪৫ বল খেলে ৫০ রান করেন তিনি। এরপরে আজিঙ্কা রাহানের ২১ বলে ২৬ ও শেষদিকে স্টুয়ার্ট বিনির ১১ বলে ৩৩* রানের ক্যামিওতে পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পেরেছে রাজস্থান।
২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭০ রানে থেমেছে তাঁরা। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, আর্শদ্বীপ সিং এবং মোহাম্মদ সামি। অলরাউন্ড পারফর্মেন্সে ম্যাচসেরা নির্বাচিত হন অশ্বিন।
নয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে কিংস ইলেভেন পাঞ্জাব। অপরদিকে আট ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে রাজস্থান রয়্যালস।
সংক্ষিপ্ত স্কোরঃ-
কিংস ইলেভেন পাঞ্জাবঃ- ১৮২/৬ (২০ ওভার)
(রাহুল ৫২, মিলার ৪০; আর্চার ৩/১৫)
রাজস্থান রয়্যালসঃ- ১৭০/৭ (২০ ওভার)
(ত্রিপাঠি ৫০, বিনি ৩৩*; অশ্বিন ২/২৪)