promotional_ad

বাজে বোলিংয়ের রেকর্ডে নতুন সঙ্গী পেলেন মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএল অভিষেকে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে নাম লিখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার প্রয়াস বর্মন। হায়দ্রাবাদের বিপক্ষে তিনি ৪ ওভারে খরচ করেছেন ৫৬ রান। খরুচে বোলিংয়ে নাম আছে বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজারও।


আইপিএল অভিষেকে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ডটি দখলে রয়েছে অস্ট্রেলিয়ার বোলার মাইকেল নেসারের। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অভিষেকে ৬২ রান খরচ করেছিলেন ৪ ওভারে।



promotional_ad

এই তালিকার দুই নম্বরে আছেন মাশরাফি। ২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। তবে ৪ ওভারে ৫৮ রান খরচ করলে আর আইপিএলে খেলা হয়নি তাঁর।


এই তালিকার তিন নম্বরে জায়গা করে নিয়েছেন প্রয়াস বর্মন। এদিন বেঙ্গালুরুর কোনো বোলারকেই ছাড় দেননি সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো।


দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তবে সবচেয়ে বেশি খরুচে ছিলে প্রয়াসই। ফলে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। এই তালিকায় নাম আছে আরও দুই বোলারের।



অনিকেত চৌধুরী তাঁর আইপিএলের অভিষেকে ৫৫ রান খরচ করেছিলেন। আর  জেমস হোপস বল হাতে দিয়েছিলেন ৫৩ রান। এছাড়া আর কেউই নিজেদের আইপিএল অভিষেকে পঞ্চাশের অধিক রান খরচ করেননি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball