হায়দ্রাবাদের একাদশে নেই সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে আজ মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
দুই দলেরই এটা দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল উইলিয়ামসন-সাকিব আল হাসানদের হায়দ্রাবাদ। অন্যদিকে, রাজস্থান প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ১৪ রানের হার দিয়ে আসর শুরু করেছে।

ফলে দুই দলই এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে চাইবে। ইতিমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস দলপতি আজিঙ্কা রাহানে।
এই ম্যাচে হায়দ্রাবাদের একাদশ থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। দলে ফিরেছেন শাহবাজ নাদিম ও কেন উইলিয়ামসন
সানরাইজার্স হায়দ্রাবাদ (একাদশ): ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, মনিষ পাণ্ডে, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল।
রাজস্থান রয়্যালস (একাদশ): অজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, রাহুল ত্রিপথী, কৃষ্ণাপ্পা গোতম, জফরা আর্চার, জয়দেব উনাদকাট, শ্রেয়াশ গোপাল, ধাওয়াল কুলকার্নি।