promotional_ad

মুম্বাইকে হারিয়ে দিল্লির শুভ সূচনা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩৭ রানের ব্যবধানে হারিয়ে এবারের আসরে শুভ সূচনা পেয়েছে নতুন নামে আসর শুরু করা দিল্লি ক্যাপিটেলস। মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত এক অর্ধশতক (৫৩) হাঁকালেও দলকে জেতাতে পারেননি যুবরাজ সিং।


বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৩৩ রান যোগ করেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। রোহিত আউট হয়েছেন ১৪ রান করে। সুরিয়া কুমার যাদব আউট হয়েছেন মাত্র ২ রান করে।


ডি ককের ইনিংস থেমেছে ২৭ রানে। চতুর্থ উইকেটে ৫০ রান যোগ করেছেন যুবরাজ সিং ও কাইরন পোলার্ড। ২১ রান করে পোলার্ড ফিরলে এই জুটি ভাঙে। উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি হার্দিক পান্ডিয়া।


তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। ষষ্ঠ উইকেটে ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন যুবরাজ। তবে তিনি বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি যুবরাজকে।


ক্রুনাল আউট হয়েছেন ৩২ রান করে। যুবরাজ ৫৩ রান করে আউট হলে জয়ের আশা নিভে যায় মুম্বাইয়ের। এরপর আর কেউ দাঁড়াতে না পারার ফলে ১৯.২ ওভারে তারা অল আউট হয়ে যায় ১৭৬ রান করে।



promotional_ad

বুমরাহ চোটে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। দিল্লির হয়ে ইশান্ত শর্মা ও কাগিসো রাবাদা নিয়েছেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট গেছে ট্রেন্ট বোল্ট, তেওয়াতিয়া, কিমো ও অক্ষরের ঝুলিতে।


এর আগে টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণন জানান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুতে পৃত্থি শ’র (৭) উইকেট হারালেও দিল্লিকে বিপদে পড়তে দেননি শিখর ধাওয়ান আর শ্রেয়াশ আইয়ার।


যদিও অধিনায়ক আইয়ার ফিরেন ১৬ রান করে। এরপর কলিন ইনগ্রাম ৩২ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলের রান বাড়িয়ে নেন। ৬ নম্বরে নেমে ঋষভ পান্ট মাত্র ২৭ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন।


শেষ দিকে ৪ বলে ৯ রান করে তাকে সঙ্গ দিয়েছেন রাহুল তেওয়াতিয়া। মাঝে অবশ্য দ্রুত ফিরে গেছেন কিমো পল (৩) ও অক্ষর প্যাটেল (৪)। মুম্বাইয়ের হয়ে ম্যাক ক্লেনাগান একাই নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন বুমরাহ, হার্দিক ও বেন কাটিং।


সংক্ষিপ্ত স্কোরঃ


দিল্লি ক্যাপিটেলঃ২১৩/৬ (২০ ওভার)



(পান্ট ৭৮*, ইনগ্রাম ৪৭; ম্যাক ক্লেনাগান ৩/৪০)


মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৭৬/১০ (১৯.২ ওভার)


(যুবরাজ ৫৩, ডি কক ২৭; রাবাদা ২/২৩, ইশান্ত ২/৩৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball