টানা ব্যর্থতায় হতাশ বিজয়

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরটা মোটেই ভালো যায়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই তারকা। টানা ব্যর্থতায় হতাশ বিজয় নিজেও।
শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বিজয়ের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে নিজের পারফর্মেন্স নিয়ে কথা বলেছেন বিজয়। জানিয়েছেন, বাকি দুই ম্যাচে ভালো কিছু করার অপেক্ষায় আছেন তিনি।

'আমার জন্য অবশ্যই হতাশার। খুব আশা নিয়ে বিপিএল শুরু করেছিলাম। বিপিএলের আগের টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হিসেবে ভাবলাম যে বিপিএলটা ভালো শুরু করতে পারব। আসলে আশার মতো হয়নি এখন পর্যন্ত। এখনও দুটি ম্যাচ বাকি আছে। একটা ম্যাচে ভালো কিছু করার চেষ্টা করব।'
কুমিল্লা বিপিএলের এবারের আসরের শেষ চারে জায়গা করে নিলেও ব্যাট হাতে দলের জন্য অবদান রাখতে ব্যর্থ হয়েছেন বিজয়। ১২ ম্যাচে ১৩৭ রান করেছেন তিনি। টুর্নামেন্টে তাঁর গড় মাত্র ১১!
এবারের আসরে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের তালিকার শীর্ষে এনামুল হক। ১২ ম্যাচে তিনবার তিনি আউট হয়েছেন শূন্য রানে। তাই অন্তত একটি ম্যাচে ভালো করে দলের জন্য অবদান রাখতে চান তিনি।
'একটি ম্যাচে ভালো করে যদি দলকে কিছু দিতে পারি ভালো লাগবে। এখন সেমিফাইনাল-ফাইনাল খেলা। বড় মঞ্চের খেলা, বড় জায়গার খেল, বড় প্লেয়ারদের খেলা। এখানে যেন ভালো কিছু করে দলকে সাহায্য করতে পারি, এটাই চেষ্টা থাকবে।'