promotional_ad

সাকিবদের ছেড়ে যাচ্ছেন শেখর ধাওয়ান?

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন ওপেনার শেখর ধাওয়ান। শোনা যাচ্ছে, হায়দ্রাবাদ থেকে পাওয়া পারিশ্রমিকে সন্তুষ্ট নন এই ওপেনার।


যেকারণে আইপিএল নিলামের আগেই তাঁর দল বদল নিয়ে কথা চালাচ্ছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে আগামী আইপিএল মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে। মুম্বাই মিরর থেকে বলা হয়েছে,


promotional_ad

'সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে আর থাকতে চাইছেন না ধাওয়ান। ইচ্ছে পোষণ করেছেন ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নদের ছেড়ে যাওয়ার।'


যদিও হায়দ্রাবাদের সঙ্গে চুক্তি অনুযায়ী আরও ৩ বছর দলটির সঙ্গে থাকার কথা রয়েছে তাঁর। তবে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী কোন প্লেয়ার চাইলে চুক্তি শেষ হওয়ার আগেই সে দল ছেড়ে যেতে পাড়বে।


সেই সঙ্গে আরও শোনা যাচ্ছে যে, দলের হেড কোচ টম মুডির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন এই ভারতীয় ওপেনার। ধাওয়ানের হায়দ্রাবাদ ছেড়ে যাওয়ার বিষয়টিতে সন্তুষ্ট নন কোচ।


এর আগে ২০০৯ এবং ২০১০ সালের আইপিএল মৌসুমে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন ধাওয়ান। এরপর ২০১৩ সালে হায়দ্রাবাদে যোগ দেন এই ওপেনার।


গেল আইপিএলের নিলামে ধাওয়ানকে ছেড়ে দিলেও আরটিএম কার্ড দিয়ে ৫.২ কোটি রুপিতে আবারও তাঁকে দলে নেয় ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। ১৪৩টি আইপিএল ম্যাচে মোট ৪০৫৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball