মুস্তাফিজ ইস্যুতে চটেছেন বোর্ড প্রধান

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম আসর থেকে ২০১৬ সালে চোট নিয়ে ফিরেছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। একই বছর সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন তিনি। ফলে মাঠের বাইরে থাকতে হয়েছিল প্রায় ছয় মাস।
আইপিএলের এবারের আসরে প্রায় অর্ধেকটা সময় সাইড বেঞ্চে বসে কাটালেও নিজের শেষ ম্যাচে আবারও পায়ে আঘাত পান মুস্তাফিজ। এই চোটই তাকে ছিটকে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টি-টুয়েন্টি সিরিজ থেকে।
শুরুতে মুস্তাফিজ বুঝতে পারেননি চোটটা গুরুতর কিনা। দেশে ফিরে অনুশীলন করেছেন। প্রস্তুতি ম্যাচ খেলেছেন জাতীয় দলের সাথে। তবে আফগান সিরিজের একবারে আগ মুহূর্তে এসে জানা গেছে তার পায়ের বুড়ো আঙুলের চোটটা বেশ গুরুতর!

শেষমুহূর্তে এসে দলকে এমন বিপদে ফেলায় দারুণ চটেছে বোর্ড। বোর্ড কর্মকর্তারা তো গত মঙ্গলবারেই ধুয়ে দিয়েছেন মুস্তাফিজকে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন বোর্ড সভাপতি নাজমূল হাসান পাপন।
দৈনিক মানবজমিনকে তিনি জানান, 'মুস্তাফিজের বিষয়ে আমাদের অনেক সাবধান হতে হবে। খুব বেশি ছাড় দেয়া যাবে না। পরপর দুই বারই সে আইপিএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছে।
'এ কারণে সে গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে খেলতে পারছে না। আবার ওর চিকিৎসা করাতে হচ্ছে আমাদেরই। এইভাবে আসলে হয় না। বিষয়টি নিয়ে আমরা বোর্ডে আলোচনা করবো।'