অস্ট্রেলিয়ার বিমান ধরছেন নাসির

ছবি:

এপ্রিলের শুরুর দিকে হাঁটুতে বেশ গুরুতর আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড় নাসির হোসেন। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় মাঠের ক্রিকেট থেকে অনেক দূরে আছেন তিনি।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শুরুর দিকে কিছুদিন চিকিৎসা নিয়েছিলেন নাসির। তবে তাদের দিয়ে অস্ত্রোপচার করান নি তিনি। অপেক্ষা করেছেন মাশরাফি বিন মর্তুজার চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে যাওয়ার।

তবে একটু বেশিই অপেক্ষা করতে হয়েছে নাসিরকে। অবশেষে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তিনি। শরণাপন্ন হবেন অস্ট্রেলিয়ার শল্যবিদ ডেভিড ইয়াংয়ের। তার কাছেই পায়ের চিকিৎসা করাবেন তিনি।
যমুনা টিভি থেকে এমনই সংবাদ পাওয়া গিয়েছে। এদিকে মিডিয়ার গুঞ্জন ছিল, সিরাজগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিকেলে বন্ধুদের সঙ্গে স্কুল মাঠে ফুটবল খেলতে নেমে এমন ইনজুরিতে পড়েন নাসির।
তবে মিডিয়ার এমন সংবাদকে পরবর্তীতে বানোয়াট বলেছেন নাসির। তিনি জানান, ফিটনেস অনুশীলন করার সময়ই এমন চোট পেয়েছেন।