মুম্বাইয়ে মুস্তাফিজ অধ্যায়ের সমাপ্তি দেখছেন হার্শা

ছবি:

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের পারফর্মেন্সে সন্তুষ্ট হতে পারেননি জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বাংলাদেশী এই পেসারের কাছ থেকে আরও বেশি কিছু আশা করছিলেন তিনি।
মুস্তাফিজের পারফর্মেন্স গড়পড়তা মানের উল্লেখ করে হার্শা ভোগলে জানান, 'আমাদের মনে হয়েছিল মুস্তাফিজকে দলে নিয়ে মুম্বাই ভালো করেছে। কিন্তু মুস্তাফিজের পারফর্মেন্স খুবই গড়পড়তা মানের ছিল।'
উল্লেখ্য, এবার সত্যিকার অর্থেই হতাশাজনক ছিল মুস্তাফিজুর রহমানের পারফর্মেন্স। মোট সাতটি ম্যাচ খেলে ৮.৩৬ ইকোনমি রেটে সাতটি উইকেট শিকার করেছেন তিনি, যার মধ্যে সেরা বোলিং ফিগার ৩/২৪।

মুম্বাইয়ের হয়ে চলতি আসরে ভালো খেলতে পারেননি দলের ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ডও। মুস্তাফিজের মতোই শুরুর দিকে নিয়মিত দলে জায়গা পেলেও মাঝের দিকে দলে জায়গা হারিয়েছেন তিনিও।
মুস্তাফিজুরের পাশাপাশি পোলার্ডের পারফর্মেন্স নিয়েও প্রশ্ন করেছেন হার্শা। এবারের আসরে প্লে অফ নিশ্চিত করেনি মুম্বাই। সামনের আসরে এই দুজন ক্রিকেটারকে মুম্বাই ধরে রাখবে কিনা এই ব্যাপারেও সন্দিহান হার্শা।
এক ভিডিও বার্তায় তিনি জানান; 'আমি জানতে চাই, মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক কোন ক্রিকেটারকে ছাড়তে চাইবে? হয়তো মুস্তাফিজ অথবা কাইরন পোলার্ড? কোয়ালিফাই না করলেও মুম্বাই দলটি খুবই ভালো দল।
'এই মৌসুমে পোলার্ড ঘরনার অলরাউন্ডার বেন কাটিংকে দলে নিয়েছে তারা। পারফর্ম না করলে পোলার্ডকে বাদ পড়তে হতে পারে, এমন ইঙ্গিত দিয়েই কাটিংকে নেয়া।'