মুম্বাইয়ের ব্যর্থতার অন্যতম কারণ মুস্তাফিজ!

ছবি:

এবারের আইপিএলে প্লে অফে যেতে পারলো না মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের শেষ ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসের কাছে হেরে যাওয়ায় আসর থেকেই ছিটকে পরতে হয়েছে তাদের।
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স বাদ পরার পেছনের কারণ খুঁজে পেয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। একজন মানসম্পন্ন স্পিনারের অভাব ছিল মুম্বাইতে, মনে করে তিনি জানান,
'কয়েকটি বিষয়, আমার মনে হয়েছে তারা রাশিদ খানের মত একজন বোলারকে মিস করেছে। শুরুতে মনে হয়েছিল মারকান্ডে হতে যাচ্ছে মুম্বাই এর রাশিদ খান। কিন্তু বাকি দল গুলো তার বোলিং বুঝে ফেলেছে।'

এছাড়া মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মার পারফর্মেন্সের দিকেও আঙ্গুল তুলছেন তিনি। একইসাথে ব্যাটিং অর্ডারে ঘনঘন রদবদলও বাজে প্রভাব ফেলেছে মুম্বাইয়ের পারফর্মেন্সে।
'মুম্বাই দলটি রোহিতকে কেন্দ্র করেই গড়া। কিন্তু রোহিতের জন্য আইপিএল ভালো যায় নি। ব্যাটিং অর্ডারে ওরা অনেক রদবদল করেছে। একদিন পোলার্ড খেলছে তো আরেকদিন খেলছে না।
'ডুমিনি ও কাটিং ব্যাটে বলে তেমন সুযোগ পায়নি। মুম্বাই এর আসলে একজন ম্যাচ উইনার ছিল না যা আগের মৌসুম গুলোতে রোহিতের কাছ থেকে পেয়ে এসেছে।'
এছাড়াও টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের পারফর্মেন্সেও দারুণ হতাশ হয়েছেন হার্শা। এবার মোট সাতটি ম্যাচ খেলে ৮.৩৬ ইকোনমি রেটে সাতটি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। সেরা বোলিং ফিগার ৩/২৪।
মুস্তাফিজের পারফর্মেন্স গড়পড়তা মানের উল্লেখ করে হার্শা ভোগলে জানান, 'আমাদের মনে হয়েছিল মুস্তাফিজকে দলে নিয়ে মুম্বাই ভালো করেছে। কিন্তু মুস্তাফিজের পারফর্মেন্স খুবই গড়পড়তা মানের ছিল।'