অগ্নিপরীক্ষার সামনে গেইলরা

ছবি:

শেষ হয়ে আসছে আইপিএলের গ্রুপ পর্বের লড়াই। রবিবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েশান স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব।
এই ম্যাচের মাধ্যমেই শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা। এরই মাঝে সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে প্লে অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস।
তবে প্লে অফে যেতে দারুণ বাঁধা আছে পাঞ্জাবের সামনে। পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান সাত নম্বরে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট থাকলেও রানরেটের অবস্থা ভাল না তাদের।
পাঞ্জাবের বর্তমান রানরেট -০.৪৯০। রবিবার দিনের প্রথম খেলায় মুম্বাই যদি দিল্লিকে হারিয়ে দেয় তাহলেও আসরে প্লে অফ নিশ্চিত করা কঠিন পাঞ্জাবের। জিতলেও অনেক বড় ব্যবধানে জিততে হবে তাদের।

আর মুম্বাই হারলেও পথটা কঠিন পাঞ্জাবের জন্য। কেননা আরেক প্রতিদ্বন্দ্বী রাজস্থানের রান রেট -০.২৫০। তাদের টপকে যেতে হলে বড় ব্যবধানে জেতা ছাড়া বিকল্প নেই পাঞ্জাবের।
সব মিলিয়ে রাতের ম্যাচটিতে জয়ের বিকল্প নেই তাদের। এই ম্যাচে দু'দলের একাদশ পরিবর্তনের কোন আভাস পাওয়া যায়নি। তবে প্লে অফ আগেই নিশ্চিত থাকায় এই ম্যাচে নিয়মিত ক্রিকেটারদের বিশ্রামও দিতে পারে চেন্নাই।
সম্ভাব্য একাদশঃ-
চেন্নাই সুপার কিংসঃ শেন ওয়াটসন, আম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম বিলিংস, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার, হরভজন সিং, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিডি।
কিংস ইলেভেন পাঞ্জাবঃ লোকেশ রাহুল (উইকেটকিপার), ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, করুণ নায়ার, যুবরাজ সিং / মনোজ তিওয়ারি, অক্ষর প্যাটেল, মার্কাস স্টোনিস / মুজিব উর রহমান, রবিচন্দন অশ্বিন (অধিনায়ক), এন্ড্রু টাই, মোহিত শর্মা, অঙ্কিত রাজপুত।