জিতলে প্লে অফ, কিন্তু...

ছবি:

বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে মুস্তাফিজুর-রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচে বিভিন্ন সমীকরণের মুখোমুখি তারা।
এটাই গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাদের। আর এই ম্যাচে জিতলে মোট ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে উঠে যাবে তারা। রাজস্থানের পয়েন্ট ১৪ হলেও রানরেটে পিছিয়ে আছে তারা।
মুম্বাই ম্যাচটি জিতলে প্লে অফ পুরোপুরি নিশ্চিত নয়; বরঞ্চ প্লে অফে উঠতে হলে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সেই ম্যাচে চেন্নাইয়ের কাছে যদি পাঞ্জাব হারে অথবা পাঞ্জাব যদি জিতেও রানরেটে পিছিয়ে থাকে তবেই প্লে অফ নিশ্চিত মুম্বাইয়ের।
অবশ্য পাঞ্জাবের বর্তমান রানরেট -০.৪৯০। আর রাজস্থানের -০.২৫০। তাই এইদিক বিবেচনায় বলাই যায় মুম্বাই জিতলেই প্লে অফে যাবে। আর মুম্বাই যদি হারে সেক্ষেত্রে রানরেটে এগিয়ে থেকে রাজস্থানকে টপকে প্লে অফে যেতে হবে পাঞ্জাবকে।

এদিকে মুম্বাইয়ের প্রতিপক্ষ দিল্লির কোন ভাবনাই নেই। আসরে সবচেয়ে কম, চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান তাদের। তবে দেশিও ক্রিকেটারদের শক্তিমত্তায় দারুণ আস্থাবান দল দিল্লি।
স্রেয়াশ আইয়ার অধিনায়ক হওয়ার পরে চেহারাই বদলে গিয়েছে দলটির। পৃথ্বী শ্ব, রিশভ পান্ত, বিজয় শঙ্কর, হার্শাল প্যাটেলদের নিয়ে দারুণ স্বাচ্ছন্দ্যে আছে দলটি। কেননা তাদের হারানোর কিছুই নেই।
এদিকে এই ম্যাচে দু'দলের একাদশ পরিবর্তনের কোন আভাস পাওয়া যায়নি। কম্বিনেশন অনুযায়ী এই ম্যাচেও মাঠের বাইরে থাকতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
সম্ভাব্য একাদশঃ-
দিল্লি ডেয়ারডেভিলসঃ পৃথ্বী শ, স্রেয়াশ আইয়ার (অধিনায়ক), রিশভ পান্ত (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, হার্শাল প্যাটেল, অমিত মিশ্র, সন্দীপ লামিচান, ট্রেন্ট বোল্ট, আভেশ খান।
মুম্বাই ইন্ডিয়ান্সঃ এভিন লুইস, সুরিয়াকুমার যাদব, রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্ডিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, জাসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মার্কান্দে।