সাকিবের নিয়ন্ত্রিত বোলিং

ছবি:

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এবারের আসরে দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রানের বড় পুঁজি গড়েছে সানরাজার্স হায়দ্রাবাদ।
জবাবে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লিখা পর্যন্ত দশ ওভারে এক উইকেটে ৯০ রান করেছে কলকাতা। ৪৩ রানে ক্রিস লিন ও ১৪ রানে রবিন উথাপ্পা উইকেটে আছেন।
সান্রাইজার্সের হয়ে চতুর্থ তম ওভার করতে আসেন সাকিব আল হাসান। নারিনের কাছে ওভারের প্রথম তিন বলে চার ছয় খেয়ে চতুর্থ বলেই নারিনকে মানিস পান্ডের ক্যাচে পরিণত করেন সাকিব।
প্রথম ওভারে একটি উইকেট নিয়ে তিনি দিয়েছেন ১২ রান। এরপরে দলের হয়ে দশম ওভার করতে এসে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন তিনি। দিয়েছেন ছয় বলে পাঁচ রান।
এদিকে কলকাতার বিপক্ষে ওপেনার অ্যালেক্স হেলসকে বাইরে রেখেই একাদশ সাজিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে শিখর ধাওয়ানের সাথে ইনিংস উদ্বোধন করেছেন উইকেট রক্ষক শ্রীভাতস গোস্বামী।

টসে জিতে ব্যাট করতে নেমে এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় হায়দ্রাবাদ। ওপেনিং জুটি থেকেই আসে ৭৯ রান। গোস্বামী ২৬ বলে ৩৬ রান করে আউট হয়েছেন। এরপর কেন উইলিয়ামসনের সাথে দ্বিতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন ধাওয়ান।
অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৬ রান করে ফিরে যাওয়ার পর ধাওয়ান ৫০ করে আউট হয়েছেন। মূলত এই তিন ব্যাটসম্যানের ব্যাটেই বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল হায়দ্রাবাদ। শেষ দিকে মনিশ পান্ডের ২৫ ও সাকিব আল হাসানের ১০ রানে ১৭৭ রান সংগ্রহ করে দলটি।
কলকাতার হয়ে প্রসিধ কৃষ্ণ একাই দখল করেছেন ৪ উইকেট। ১ টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুলদীপ যাদব ও জভন সিয়ারস।
কলকাতা নাইট রাইডার্স (একাদশ):
সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক/উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, শুভমন গিল, জভন সিয়ারস, পিযুশ চাউলা, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদভ।
সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ):
শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), কার্লোস ব্র্যাথওয়েট, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।