ফিরোজ শাহ কোটলায় তারুণ্যের জয়গান

ছবি:

আগেই প্লে অফে উঠে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর আসরে এখন পর্যন্ত বাদ পরা দল দিল্লী ডেয়ারডেভিলস। নিতান্তই আনুষ্ঠানিকতার ছিল শুক্রবার রাতের একমাত্র খেলাটি।
আর এই ম্যাচে অভিজ্ঞতায় ভরপুর চেন্নাই দলকে ৩৪ রানে হারিয়েছে আইপিএলের তারুণ্য নির্ভর দল দিল্লী। এই জয়ে পয়েন্ট তালিকায় অবশ্য কোনও পরিবর্তন আসেনি। টসে জিতে ফিরোজ শাহ কোটলার ছোটো মাঠে ফিল্ডিং বেঁছে নিয়েছিলেন ধোনি।
ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে তারুণ্যে ভরা দল দিল্লী। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান (২৬ বলে তিনটি চার ও দুটি ছক্কায়) করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্ত।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো দিল্লী রান পায় শেষ উইকেট জুটিতে। ৯৭ রানে পাঁচ উইকেট যাওয়ার পরে হাল ধরেন দলের দুই অলরাউন্ডার বিজয় শঙ্কর এবং হার্শাল প্যাটেল।

অপরাজিত থেকে দুজনেই করেন সমান ৩৬ রান করে করেন। একটি চার ও চারটি ছক্কায় মাত্র ১৬ বলে এই রান করেন হার্শাল। শঙ্কর করেন ২৮ বলে, দুটি করে চার আর ছক্কায়।
চেন্নাই বোলারদের মধ্যে দুটি উইকেট নেন লুঙ্গি এনগিডি। জবাবে ব্যাট করতে নেমে সূচনাটা দারুণ ছিল চেন্নাইয়ের। ৪৬ রানে প্রথম উইকেট হারায় তারা। ১৪ রান করে বিদায় নেন শেন ওয়াটসন।
এদিনেও ৫০ রান করেন চেন্নাইয়ের রান মেশিন আম্বাতি রায়ুডু। দলীয় ৭০ রানে রায়ুডু ফিরে গেলে চাপে পরে যায় চেন্নাই। দলীয় ৯৩ রানের মধ্যে অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়না (১৫) ও স্যাম বিলিংসের (১) উইকেট হারায় তারা।
উইকেটে আসেন ধোনি ও রবীন্দ্র জাদেজা। কিন্তু দিল্লীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্রমশ রানরেট বেড়ে যাচ্ছিলো চেন্নাইয়ের। ধোনি ২৩ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলে ফিরে যান।
শেষমেশ ছয় উইকেট হারিয়ে ১২৮ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। ১৮ বলে ২৭* রান করেন জাদেজা। দিল্লীর বোলারদের মধ্যে সমান বিশ রান করে দিয়ে দুটি করে উইকেট নেন দলের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্রা ও পেসার ট্রেন্ট বোল্ট।