সাকিবদের অশনি সংকেত দিলেন রশিদ খান

ছবি:

মুম্বাই ইন্ডিয়ানকে হারানোর পরেও হাওয়ায় ভাসতে রাজি নন সানরাইজার্সের স্পিনার রশিদ খান। যদিও দলের বোলিং ইউনিটের কথা বলার সময় সাকিবদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে জানান, 'এই জয়ের দরকার ছিল অনেক। দলের জয়ে পারফর্ম করতে দারুণ লাগে। তাদের ১৫০ রানের মধ্যে আটকে রাখা ছিল দারুণ কিছু। বোলিং ইউনিট খুবই ভালো করেছে। সবাই দারুণ বল করেছে।'
ম্যাচটিতে ১৮ টি ডট বল করা রাশিদ নিজের বোলিং নিয়ে জানান, 'এইসব ফরম্যাটে ডট বল অনেক উপকারী। আমাদের পরিকল্পনা ছিল যত বেশি সম্ভব ডট বল করা। আমাদের ম্যানেজমেন্ট থেকে এই কাজটিই করতে বলা হয়। আমি সেটাই করেছি।'

'আমি গুড লেন্থে বল করার চেস্থা করেছি। ব্যাটসম্যান কোথায় মারতে চায় সেটা বুঝেই বল করেছি। লেগ স্পিন করতে খুব ভালো লাগে। গুগলিও করেছি আজকের ম্যাচে।'
তবে মাত্র ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নামা সানরাইজার্স হায়দ্রাবাদ এই রান অতিক্রম করতে শেষ বল পর্যন্ত সময় নেয়; উইকেট হারায় আঁটটি। এই বিষয়ে দলের ব্যাটসম্যানদের অশনি সংকেত দিলেন রশিদ।
'আমাদের উচিত ছিল (ব্যাটসম্যানদের) ম্যাচ শেষ করে আসা। দায়িত্ব নেওয়া উচিত ছিল। এই ম্যাচ আমাদের জন্য সংকেতও বটে। কিন্তু টি-টুয়েন্টিতে এমন হয়। কম সময়ে অনেক উইকেট পরে। আমরা এটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবো।'