promotional_ad

গা গরমের জন্য ফুটবল, প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়- দেবাশীষ

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। রবিবার ফুটবল খেলতে গিয়ে ডান হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। এরপর তাঁকে দ্রুতই অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


পরবর্তীতে নাসিরের এমআরআই রিপোর্ট থেকে জানা গেছে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তাঁর। আর এই কারণে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত ছয় মাস। নাসিরের ইনজুরির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।


পাশাপাশি ফুটবল খেলতে গিয়ে এমন ইনজুরিতে পড়ার কারণও ব্যাখ্যা করেছেন বিসিবি ফিজিও। এর পিছনে মূল কারণ হিসেবে অন্য খেলায় ক্রিকেটারদের স্কিলের অভাবকে তুলে ধরেছেন দেবাশীষ। তিনি বলেছেন, 



promotional_ad

'ইনজুরি তো বলে-কয়ে আসে না। খেলতে গেলে হতেই পারে। তবে অনেক সময় ক্রিকেটাররা ক্রিকেট খেলার চেয়ে ফুটবল বা অন্যান্য খেলা খেলতে গিয়ে নিজেদের বেশি ইনজ্যুরড করে। এটার বেশ কিছু কারণ আছে। ওরা ক্রিকেটে স্কিলফুল, কিন্তু ফুটবলে তো স্কিলফুল না। স্কিলের অভাব থাকে। পাশাপাশি সবাই সমমানের ফুটবলার না। কাজেই ঘাটতির জায়গা আছে।'


এর আগে গত বছর নাসিরের মতো ফুটবল খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়েছিলেন টাইগারদের কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। দেবাশীষের মতে ফুটবলের মতো শারীরিক সাংঘর্ষিক খেলা খেলতে হলে সতর্ক থাকাটা অনেক বেশি জরুরী। দেবাশীষ বলেন,  


'আমরা অবশ্যই চাই মূল খেলা থেকে বের হয়ে ক্রিকেটটাররা অন্য খেলা খেলুক। সেটা টেনিস হতে পারে, গলফ বা ব্যাডমিন্টন হতে পারে, টেবিল টেনিস হতে পারে। কিন্তু শারীরিক সাংঘর্ষিক খেলা যেন না হয়। যেটা নিরাপদ ও স্কিল বাড়াতে সাহায্য করে। কিন্তু দ্বিতীয় স্পোর্টস হিসেবে ফুটবলের মতো শারীরিক সাংঘর্ষিক খেলা বেছে নিলে ইনজুরির শঙ্কা বাড়ে।'



মূলত নিজেদের গা গরম করতে এবং স্ট্যামিনা বাড়াতে ফুটবল খেলেন ক্রিকেটাররা। কিন্তু গা গরমের পরিবর্তে এই খেলাটিকে বেশী গুরুত্ব সহকারে নিলেই ইনজুরিতে পড়ার ভয় আছে ক্রিকেটারদের। দেবাশীষ জানিয়েছেন প্রতিদ্বন্দ্বীতা নয়, বরং গা গরমের জন্য ফুটবল খেলা উচিৎ দলের সকলের। তাঁর ভাষায়,


'নিয়ম কানুনের ব্যাপারও আছে। গা গরমের যে ফুটবল খেলা হয়, সেখানে নিয়মকানুন তেমনভাবে মানা হয় না। এজন্য ইনজুরি বেশি হয়। ক্রিকেটারদের দেখা যায়, ফুটবল খেলাটাকে গা গরম হিসেবে না নিয়ে আরেকটা খেলা হিসেবে নেয়। এই মানসিকতা খারাপ। মনে রাখতে হবে, এই ফুটবল খেলাটা গা গরমের জন্য, গোল করার জন্য নয়। সবাইকে পাস দেওয়া, ছুটোছুটি করা এসবের জন্য খেলা উচিত। কিন্তু অনেক সময় প্রতিদ্বন্দ্বিতা চলে আসে। তখনই এসব ঘটে যায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball