promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সফরে অনিশ্চিত নাসির

promotional_ad

পায়ে গুরুতর চোট পেয়ে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনকে। আশঙ্কা করা যাচ্ছে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর।


বিসিবি ফিজিওর দেয়া তথ্যমতে অস্ত্রোপচার করারও প্রয়োজন হতে পারে নাসিরের। সেক্ষেত্রে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত চার থেকে ছয় মাস সময় লাগবে নাসিরের। তেমনটা হলে আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে নাও পেতে পারে দল। 


তবে এরপরেও নাসিরের ব্যাপারে আশাবাদী জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তাঁর বিশ্বাস লিগামেন্ট ছেঁড়েনি টাইগার এই অলরাউন্ডারের। যদি তাই হয়, তাহলে খুব বেশিদিন লাগবে না নাসিরের মাঠে ফিরতে বলে জানান বাশার। টাইগারদের সাবেক এই অধিনায়ক বলেন,  


'প্রাথমিক যে ইনভেস্টিগেশন হয়েছে তাতে মনে হচ্ছে ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে। তবে আমি আশা করছি তাঁর লিগামেন্ট ছেঁড়েনি। যদি না ছেঁড়ে তাহলে তাঁর ফিরে আসতে বেশী সময় লাগবে না। কিন্তু যদি ছিঁড়ে যায় এবং সার্জারি লাগে তাহলে হয়তো চার-পাঁচ মাস সময় লাগবে।'   



promotional_ad

এদিকে নাসির ছাড়াও ইনজুরি কবলে পড়েছেন মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং তামিম ইকবালরা। ফলে চলমান বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে খেলা হচ্ছে না তাঁদের।


জাতীয় দলের প্রথম সারির এই ক্রিকেটাররা খেলতে না পারায় বেশ হতাশ বাশার নিজেও। তাঁর ভাষ্যমতে, 'যারা ইনজুরিতে তারা এই বিসিএলে তিনটি ফাস্ট ক্লাস ম্যাচ মিস করবে। আমরাও মিস করবো, কারণ এই টুর্নামেন্টে আমরা সবাইকে ভালোভাবে দেখতে চেয়েছিলাম।'


অবশ্য প্রথম রাউন্ড মিস করলেও নাসির ছাড়া বাকিরা দ্বিতীয় রাউন্ড থেকে খেলতে পারবে বলে আশা করছেন জাতীয় দলের নির্বাচক বাশার। আর নাসিরকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখার ক্ষেত্রেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি,


'আশা করছি নাসির ছাড়া বাকি সকলে প্রথম রাউন্ড মিস করলেও সেকেন্ড রাউন্ড থেকে খেলতে পারবে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে, সুতরাং ১টি ম্যাচ মিস করলেও বাকি ম্যাচে সে খেলতে পারবে।'



উল্লেখ্য আগামী জুন-জুলাই মাসের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সেই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং ১টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball