কপাল খুলতে যাচ্ছে নিষিদ্ধ দুই ক্লাবের?

ছবি:

গত বছর দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৪ বলে ৯২ রান দিয়ে আলোচনায় এসেছিলেন লালমাটিয়া ক্লাবের বোলার মোহাম্মদ সুজন মাহমুদ।
দ্বিতীয় বিভাগেরই আরেক ম্যাচে ফেয়ার ফাইটার্সের বোলার তাসনিম হাসান ৭ বলে ৬৯ রান দিয়েছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে লালমাটিয়া ও ফেয়ার ফাইটার্সকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাশাপাশি অভিযুক্ত দুই বোলারকে নিষিদ্ধ করা হয় ১০ বছর। এই শাস্তির বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে আপিল করেছিলো লালমাটিয়া এবং ফেয়ারফাইটার্স দল।
সেসময় তাদের আবেদন নাকচ করে দিয়েছিলো বিসিবি। তবে সম্প্রতি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন এই দুই দলের আপিল চলতি মাস শেষে আবারো বিবেচনা করা হবে। জালাল ইউনুস বলেছেন,
'আমরা ক্লাব এবং কিছু ক্রিকেটারের কাছ থেকে আবেদন পেয়েছি। আমার মনে হয় লালমাটিয়াও কিছুদিন আগে আবেদন করেছে এবং তাদের একজন অধিনায়ক এরই মধ্যে চিঠিও দিয়েছে। আমরা এই বিষয়টি দ্রুতই রিভিউ করবো।'
উল্লেখ্য জালাল ইউনুসের কথা যদি সত্যি হয় তাহলে বলতে হবে কপাল খুলতে যাচ্ছে লালমাটিয়া এবং ফেয়ার ফাইটার্স ক্রিকেট ক্লাবের। বিসিবি হয়তো কিছুটা নমনীয় হতেও পারে তাদের প্রতি।