তবুও বড় স্কোর পেল না মোহামেডান

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচে খেলছে ব্রাদার্স ইউনিয়নকে ২৩১ রানের মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মোহামেডান। বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে আগে ব্যাট করেছে মতিঝিল পাড়ার দল মোহামেডান।


পাকিস্তানি রিক্রুট সালমান বাট ও শামসুর রহমান জোড়া ফিফটি হাঁকিয়েছেন। সেঞ্চুরির সুযোগ ছিল দুজনের সামনেই। কিন্তু ব্রাদার্সের নিয়ন্ত্রিত বোলিং এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ইনিংস বড় করতে দেয়নি।


সালমান বাট ৮০ বলে ৬২ রান করে মিডেল ওভারে কাপালির শিকারে পরিনত হন। সেই সাথে বাট ও শুভর সেঞ্চুরি পার্টনারশিপে ভাঙ্গন ধরে। সেখান থেকে খুব একটা ঘুরে দাঁড়াতে পারেনি মোহামেডান। 


রাকিবুল ও সাইদ সরকারের সাথে শামসুরের জুটি বেশি লম্বা হয় নি। সেঞ্চুরির সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন শামসুর। ১০৫ বল খেলে ৮৪ রানের ইনিংস খেলে সোহরাওয়ার্দী শুভর বলে আউট হন তিনি।


promotional_ad

বাকী ব্যাটসম্যানদের কেউই ডেথ ওভারে দ্রুত রান তুলতে পারেনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩০ রানে থামে মোহামেডানের ইনিংস। ব্রাদার্সের হয়ে ১০ ওভারে ৪০ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ। জয়ের জন্য ২৩১ রান দরকার অলক কাপালিদের।


ব্রাদার্স ইউনিয়নঃ


অলোক কাপালি, মোঃ জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, মোঃ মাশেখুর রহমান, নিহাদুজ্জামান, ইয়াসির আলী রাব্বী, খালেদ আহমেদ, মোঃ সোহরাওয়ার্দী শুভ, ইফতেখান সাজ্জাদ রনি, মেহেদি হাসান রানা, জন সিম্পসন।


মোহামেডানঃ


রাকিবুল হাসান জুনিয়র, শামসুর রহমান শুভ, রনি তালুকদার, শুভাশীষ রায় চৌধুরী, ইরফান শুক্কুর, ইবেদাত হোসেন চৌধুরী, সাঈদ সরকার, কাজী আনিক ইসলাম, বিশ্বনাথ হাওলদার, সালমান বাট, আনামুল হক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball