promotional_ad

অঘটন ঘটাল আফিফ-শুভাগতরা

promotional_ad

আফিফ হোসেন ও শুভাগত হোমের জোড়া ফিফটিতে জয় ডিপিএলের শুভ সূচনা করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ফতুল্লায় বড় দল প্রাইম দোলেশ্বরের বিপক্ষে পাঁচ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে শাইনপুকুর।


১৮৯ রানের লক্ষ্যে খেলতে নামা শাইনপুকুরের শুরুটা অবশ্য ভালো হয়নি। কিন্তু ব্যাটিং পাওয়ারপ্লেতে সাদমান ও সজিবের উইকেট হারালেও ওপেনার সাব্বিরের ৩৮ বলে ৪১ রানের ইনিংসটি বাকী ব্যাটসম্যানদের কাজ সহজ করে দেয়।


এরপর মিডেল অর্ডারে ইনফর্ম আফিফ হাসান ও শুভাগতের জোড়া ফিফটি শাইনপুকুরের জয় নিশ্চিত করে। আফিফ ৪৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। সতর্ক ব্যাটিং করে ৫৮ রান যোগ করে আউট হয়েছেন শুভাগত। 


মূলত আফিফ ও শুভাগত জুটিতে ভর করেই ৩৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। প্রাইম দোলেশ্বরের হয়ে ফরহাদ রেজা,  দেওয়ান সাব্বিররা উইকেটের দেখা পান।


তবে শাইনপুকুরের জয়ের ভিত গড়ে দিয়েছে বোলাররা।  আগে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১৮৮ রান তুলতে সক্ষম হয়েছে ফরহাদ রেজার দল।মিডেল অর্ডারে অভিজ্ঞ মার্শাল আইয়ুব ছাড়া কেউই দাঁড়াতে পারেনি।



promotional_ad

দুই ওপেনার ইমতিয়াজ ও ফজলে রাব্বি ভালো শুরুর ইনিংস দিলেও ইনিংস বড় করতে পারেনি।  ফরহাদ হোসাইন ও ভারতীয় রিক্রুট পুনিত বিস্তকেও স্থায়ী হতে দেয়নি শাইনপুকুরের বোলাররা।


প্রথম ২০ ওভারে ৬১ রান তুলতেই উপরের সারির ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে হয়। শাহানুরের সাথে জুটি গড়ে দলের স্কোর দেড়শর কাছাকাছি নিতে সাহায্য করে মার্শাল আইয়ুব।


তবে শেষ পাওয়ারপ্লেতে পর পর দুই ওভারে উইকেটে জমে যাওয়া শাহানূরের পর মার্শালের বিদায়ে রান আটকে যায় নারায়নগঞ্জের দলটির।  ৪২তম ওভারে ৩২ রান করে শাহানূর আউট হন। ঠিক পরের ওভারে ৯৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে বিদায় নেন মার্শাল।


সেখান থেকে বেশিদূর যেতে পারেনি প্রাইম দোলেশ্বর।  দুই অলরাউন্ডার ফরহাদ রেজা ও মোহাম্মদ সাইফুদ্দিন দলকে ১৮৮/৭ রানে নিয়ে যায়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে সুজন হাওলাদার ও শুভাগত হোম দুটি করে উইকেট নেন।


প্রাইম দোলেশ্বর-



মোঃ ফরহাদ রেজা, ইমতিয়াজ হোসেন তান্না, দীনার সাব্বির আহমেদ, মার্শাল আইয়ুব, ফজলে রাব্বী মাহমুদ, শাহনুর রহমান, সালাউদ্দিন সাকিল, পুনিত সিং বিস্ত, মোঃ শরিফুল্লাহ, আরাফাত সানি (জুনিয়র)।


শাইনপুকুর ক্রিকেট ক্লাব-


শুভাগত হোম চৌধুরী, আফিফ হোসেন ধ্রুবা, মোঃ তৌহিদ হৃদয়, মোঃ সজিব হোসেন, মোঃ সাব্বির হোসেন, মোঃ সাইফুদ্দিন, মোঃ রাইহান উদ্দিন, মোঃ সুজন হাওলাদার, মোঃ সাদমান ইসলাম, ফরদীন হাসান ওনি, মোঃ নাইম ইসলাম (জুনিয়র)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball