আভিষ্কার হাফ সেঞ্চুরি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ৮৩/৩ (১১ ওভার) (আভিষ্কা ৬০*, ওয়ালটন ৩*)
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (২১ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রেঞ্জার্স অধিনায়ক টম অ্যাবল।
আভিষ্কার হাফ সেঞ্চুরিঃ

ইমরুলের ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি নাসির হোসেন। তিনি মোহাম্মদ নবিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মুগ্ধর হাতে। নাসির ফিরে গেলেও চ্যাডউইক ওয়ালটনকে নিয়ে মাত্র ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আভিষ্কা ফার্নান্দো।
ফিরলেন ইমরুলঃ
লুইস গ্রেগরিকে উড়িয়ে মারতে গিয়ে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১০ রান করা ইমরুল কায়েস।
মুস্তাফিজের উইকেট মেডেনঃ
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। মুস্তাফিজের করা ইনিংসের চতুর্থ বলে কোনো রান না করেই ওল্ড হয়েছেন ল্যান্ডেল সিমন্স। সেই ওভারে কোনো রানও দেননি এই বাঁহাতি পেসার।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
চ্যাডউইক ওয়ালটন, লেন্ডল সিমন্স, আভিস্কা ফারনান্দো, ইমরুল কায়েস (অধিনায়ক), নুরুল হাসান, নাসুম আহমেদ, নাসির হোসেন, মুক্তার আলী, লিয়াম প্লাঙ্কেট, রুবেল হোসেন এবং মেহেদী হাসান।
রংপুর রেঞ্জার্স:
মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, জহুরুল ইসলাম অমি, ফজলে রাব্বি, সঞ্জিত সাহা, লুইস গ্রেগরি , টম অ্যাবল (অধিনায়ক), মোহাম্মদ নবি, মুকিদুল ইসলাম মুগ্ধ, ক্যামেরন ডেলপোর্ট ও সাদমান ইসলাম।