বিপিএলে পূর্ণ মনোযোগ সানির

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বেশ অনেকদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত আরাফাত সানি। ভারত সিরিজ দিয়ে দীর্ঘ সাড়ে ৩ বছর পর জাতীয় দলে ফিরেছেন এই বাঁহাতি স্পিনার। তবে কোনো ম্যাচেই খেলার সুযোগ হয়নি তাঁর।
এখন তাঁর পূর্ণ মনোযোগ বঙ্গবন্ধু বিপিএলে। প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা ভাবে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। সেরা পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা ধরে রাখতে মরিয়া এই স্পিন বোলিং অলরাউন্ডার।

এ প্রসঙ্গে সানি বলেছেন, 'অনেকদিন পর জাতীয় দলে ফিরেছি, তবে এখন আমার মূল ফোকাস বিপিএল। ম্যাচ বাই ম্যাচ আমি প্ল্যান করবো। বেস্ট পারফর্মটা করার জন্য।'
বঙ্গবন্ধু বিপিএলের পর আগামী বছর বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। এ ছাড়া আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। ঘরের মাঠেও বেশ কয়েকটি সিরিজ রয়েছে বাংলাদেশের। আপাতত এগুলো নিয়ে ভাবছেন না সানি।
তিনি বলেছেন, 'বিপিএলটা যদি ভালো করতে পারি... সামনে পাকিস্তানের সঙ্গে সিরিজ আছে আমাদের। আপাতত বিশ্বকাপ, হোম সিরিজ নিয়ে চিন্তা করছি না এখন পুরপুরি মনোযোগ বিপিএলে।'