promotional_ad

তাসকিনকে সময় দিতে চান নান্নু

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ইনজুরি কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লীগে ফেরার ম্যাচে পুরনো ছন্দ খুঁজে পান নি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। উত্তরার বিপক্ষে রূপগঞ্জের জার্সিতে পাঁচ ওভার বল করে ৩৬ রান খরচা করেছেন তিনি। তবে ইনজুরি ফেরত তাসকিনকে আরও সময় দিতে রাজি আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


তাসকিন আহমেদ বিপিএলে দারুণ বোলিং করে জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছিলেন। বাংলাদেশ দলের বিশ্বকাপ ভাবনায়ও ছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলা হয়নি তাঁর। দুই মাস মাঠের বাইরে থাকার পর ডিপিএল দিয়ে ফের মাঠে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে ঢাকা প্রিমিয়ার লীগে ভালো পারফর্ম করতে হত তাসকিনকে।



promotional_ad

‘অনেকদিন পর মাঠে নেমেছে। একটা রিদম পাওয়া সময়ের ব্যাপার,’ মিরপুরে সাংবাদিকদের বলেছেন নান্নু।‘কারণ অনেকদিন ইনজুরিতে ছিল, ওভারকাম করা, সব কিছু মিলিয়ে, প্রথম ম্যাচ, মাত্র শুরু করেছে।‘


তাসকিনের দল রূপগঞ্জ ইতিমধ্যেই সুপার লীগ নিশ্চিত করেছে। টুর্নামেন্টের শেষ পর্যায়ে শিরোপার দৌড়ে এগিয়ে যেতে তাসকিনের সার্ভিস পেতে চাইবে রূপগঞ্জ। সেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন এই তরুণ ফাস্ট বোলার। গুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিন কেমন পারফর্ম করে, সেদিকে তীক্ষ্ণ নজর থাকবে নির্বাচকদেরও।


‘সামনে সুপার লীগের অনেক গুলো ম্যাচ আছে। আমার মনে হয় পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কিছু সময় লাগতে পারে। যেহেতু ওর ট্যালেন্ট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। যেহেতু সামনের সুপার লীগে কেমন করে।‘




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball