promotional_ad

বিজয়ের হ্যাট্রিক সেঞ্চুরির দিনে জয়রথ থামলো আবাহনীর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) টানা চার ম্যাচে জয়ের পর আসরে প্রথম হারের স্বাদ পেয়েছে গেলবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। শুক্রবার পাইম ব্যাংককের কাছে ১৬ রানে হেরেছে মোসাদ্দেক হোসেনের দল।


প্রাইম ব্যাংকের ছুঁড়ে দেয়া ৩০৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি আবাহনীর। রানের খাতা খোলার আগেই দলীয় ১ রানে বিদায় নেনে ওপেনার জহুরুল ইসলাম অমি। মোহর শেখের বলে আম আমিন হোসেনের হাতে ক্যাচ দিয়ে বসেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


জহুরুল ফিরলেও ভারতীয় রিক্রুট ওয়াসিম জাফরকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ওপেনার সৌম্য সরকার। দেখে শুনে স্কোরবোর্ডে রান যোগ করছিলেন তিনি।জাফরের সঙ্গে ৫০ রানের উপর জুটি গড়ার পর ব্যক্তিগত ৩৬ রানে নাহিদুল ইসলামের বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার।


২ উইকেট হারালেও বিশাল লক্ষ্য তাড়ায় আবাহনীর পক্ষে লড়াই করে যাচ্ছেন ওয়াসিম জাফর এবং নাজমুল হোসেন শান্ত। এই দুজনের ব্যাটে ইতিমধ্যে দলীয় ১০০ পার করেছ আবাহনী।


আগের ম্যাচে ফিফটি হাঁকিয়ে জাফর সাজঘরে ফিরেছিলেন ৭৬ রানে। এই ম্যাচেও আবাহনীর পক্ষে লড়াই করে তুলে নেন ফিফটি। ফিফটি হাঁকিয়ে থেমে যান নি এই ডানহাতি ব্যাটসম্যান। হাঁটছিলেন শতেকর পথে।



promotional_ad

কিন্তু তাঁর সেঞ্চুরিতে বাঁধা হয়ে দাঁড়ান প্রাইম ব্যাংকের স্পিনার আল আমিন জুনিয়র। ব্যক্তিগত ৯৪ রানে তাঁকে উইকেট ছুঁড়ে দেন জাফর। এরপরই ম্যাচের মোড় ঘুরে যায় প্রাইম ব্যাংকের পক্ষে। 


বল হাতে এই স্পিনার তুলে নেন মোহাম্মদ মিঠুনের উইকেটও। দুজন ফিরলেও ফিফটি হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন শান্ত। কিন্তু ৭৩ রানে আল আমিনের তৃতীয় শিকার হয়ে শান্ত বিদায় নিলে বাকি ব্যাটসম্যানরা ক্রিজে বেশীক্ষণ থিতু হতে পারেন নি। 


একমাত্র অধিনায়ক মোসাদ্দেক হোসেন ছাড়া সবাই ছিলেন আসা যাওয়ার মাঝে। শেষ ব্যাটসম্যান হিসেবে মোসাদ্দেক ৫২ রানে বিদায় নিলে ১৬ রানের জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। 


এর আগে প্রথমে ব্যাট করে আনামুল হক বিজয়ের ১০২ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩০২ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে বিজয় করেন ১০২ রান।


সংক্ষিপ্ত স্কোরঃ 


প্রাইম ব্যাংক ৩০২/৫ (৫০ ওভার)



(বিজয় ১০২, এশওয়ারান ৮৫) (মোসাদ্দেক ১/৯) 


আবাহনী লিমিটেডঃ ২৮৬ অল আউট (৪৮.৫ ওভার)


(ওয়াসিম জাফর ৯৪) (আল আমিন ৩/৪৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball