ক্রিকফ্রেঞ্জি

হাসারাঙ্গাকে সামলানোর উপায় খুঁজে পেয়েছে বাংলাদেশ

২০২৪ সালের মার্চে চট্টগ্রামে হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে পরের দুই ওয়ানডেতে লঙ্কান লেগ স্পিনার শিকার করেছিলেন ৬ উইকেট। একদিন আগেই কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশের চার ব্যাটারকে ফিরিয়েছেন কোন কিছু বুঝে ওঠার আগেই। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ তিন ওয়ানডেতে একাই ১০ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। পরের ম্যাচেও সফরকারীদের গলার কাঁটা হয়ে উঠতে পারেন তারকা এই লেগ স্পিনার। হাসারাঙ্গাকে সামলাতে বাঁহাতি ব্যাটারদের বেশি বল খেলার পরামর্শ পেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক