promotional_ad

দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাতিল চান ক্লাসেন

সেঞ্চুরির পর ক্লাসেনের উদযাপন
মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হেনরিখ ক্লাসেন। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিনি। ক্লাসেনের অবসরের কদিন পরেই অবসরে গেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরানও।

promotional_ad

ক্লাসেন মনে করেন ভবিষ্যতে আরও বেশি ক্রিকেটার অবসরের দিকে ঝুঁকবেন। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটকে বাঁচাতে বলে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। ক্লাসেন মনে করেন দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাদ দেয়ার এখনই সঠিক সময়।


আরো পড়ুন

কোচের বিদায় ও চুক্তিতে জায়গা না পেয়েই ক্লাসেনের অবসর

৯ জুন ২৫
হেনরিখ ক্লাসেন

সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লাসেন বলেন, 'আমার মনে হয়, ক্রিকেট ক্যালেন্ডারে যেটা পরিবর্তন আনা উচিত তা হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বাদ দেয়া। তার বদলে বেশি বেশি টেস্ট ম্যাচ খেলতে দেয়া উচিত।'


ক্লাসেন আরও যোগ করেন, 'বিশেষ করে যেসব দল টেস্ট খেলার সুযোগ কম পায় তাদের জন্য। আর টি-টোয়েন্টি ম্যাচ আরও বেশি হওয়া উচিত, কারণ মানুষ এটিই দেখতে চায়। ওয়ানডে বিশ্বকাপটা রাখাই যেতে পারে, আর বিশ্বকাপের ঠিক আগের মাসে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে, যাতে সবাই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারে।'


promotional_ad



আরো পড়ুন

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মহারাজ, অধিনায়ক মুল্ডার

২ জুলাই ২৫
উইকেট পাওয়ার পর মহারাজের উদযাপন

ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার অন্যতম কারণ হতে পারে পারিশ্রমিকও। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটার বাদে অন্য বোর্ডগুলোতে যথেষ্ট সম্মানি পান না ক্রিকেটাররা। তাই তারা বাড়তি আয় রোজগারের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকেন। মিচেল স্টার্ক বা হ্যারি ব্রুককে উদাহরণ হিসবে ধরতে পারেন।


স্টার্ক ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএলে খেলেননি। ব্রুক সর্বশেষ আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন। এ ছাড়া বোর্ডগুলো ক্রিকেটারদের কেমন যত্ন নিচ্ছে সেটাও বড় বিষয়। এ কারণেই ক্রিকেটাররা জাতীয় দলের খেলা ছেড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান বলে ধারণা ক্লাসেনের।


তিনি বলেন, 'এই ফরম্যাটে খুব বড় কোনো পরিবর্তনের দরকার নেই। আসল সমস্যাটা আন্তর্জাতিক দলগুলোর মধ্যে। যদি তারা তাদের আন্তর্জাতিক ক্রিকেটারদের ভালোভাবে যত্ন না নেয়, তাহলে এই খেলোয়াড়রা অতিরিক্ত আয়ের জন্য বিভিন্ন লিগে চলে যাবে। যদি অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের খেলোয়াড়দের দেখেন, তারা ভালোভাবে যত্ন পায়, তাই তাদের বিশ্বজুড়ে ঘুরে ঘুরে এসব লিগ খেলার প্রয়োজন পড়ে না।'


ক্লাসেন যোগ করেছেন, 'এখন বিষয়টা আইসিসির ওপর নির্ভর করছে। তাদের বলতে হবে, কিছু খেলোয়াড় আমাদের প্রয়োজন, তাই তাদের ভালোভাবে বিশ্রাম দেয়ার জন্য কিছু বাড়তি অর্থ খরচ করতে হবে। আমি মনে করি না, সব লিগ আর সব ফরম্যাট খেলাটা খেলোয়াড়দের জন্য টেকসই। আপনি দেখবেন, খেলোয়াড়রা কিছু নির্দিষ্ট ফরম্যাটকে বেশি গুরুত্ব দেবে। যারা সব ফরম্যাটে খেলে, তারা লিগ খেলতে পারবে না, আর আন্তর্জাতিক দলের হয়ে সব ফরম্যাট খেলতেও পারবে না। কারণ তারা শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়বে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball