অপেক্ষা বাড়ল সাব্বিরের

ছবি:

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের আগে দারুণ এক মাইলফলকের সামনে বাংলাদেশ দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান।
আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১০৭ রান লাগে তার। যদিও সিরিজের প্রথম ম্যাচে শুন্য রানেই আউট হয়েছিলেন তিনি।
সেই ম্যাচে কিছু রান পেলে হয়তো এই সিরিজে সহজেই এই মাইলফলকে পৌঁছাতে পারতেন তিনি। তবে এই রান করতে সাব্বির এই সিরিজে পাচ্ছেন আরও দুটি ম্যাচ।

লাল সবুজের জার্সি গায়ে ৪০ টি টি-টুয়েন্টি খেলে সাব্বিরের বর্তমান রান ২৬.২৬ গড়ে ৮৯৩। সর্বোচ্চ আছে ৮০ রানের ইনিংস। ১২২.৩২ স্ট্রাইক রেটে খেলা এই ব্যাটসম্যানের অর্ধশত রান আছে চারটি।
যদিও কিছুদিন আগে অফফর্মে ছিলেন সাব্বির। তবে এই সিরিজের আগে শেষবার খেলা নিদাহাস ট্রফির ফাইনালে ইঙ্গিত দিয়েছেন সুসময়ের। ভারতের বিপক্ষে খেলা সেই ম্যাচ ৫০ বল খেলে ৭৭ রান করেছিলেন তিনি।
তবে তার আগের সাতটি টি-টুয়েন্টি ম্যাচে তার সর্বোচ্চ রান মাত্র ৩০। এই সিরিজে যদি বাকী দুইটি ম্যাচে খেলার সুযোগ পান সাব্বির, তাহলে হয়তো এক হাজারি ক্লাবে পৌঁছাতে পারবেন তিনি।
আফগানদের বিপক্ষে আসরের বাকী দুইটি টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ৫ ও ৭ই জুন। প্রথম টি-টুয়েন্টি ম্যাচটির মতো সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে।