মুস্তাফিজকে নিয়ে ভাবছেন না ওয়ালশ

ছবি:

৩ই জুন শুরু হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এই উপলক্ষে গত মঙ্গলবারই ভারতের দেরাদুনে উড়ে গিয়েছে বাংলাদেশ দল।
তবে সিরিজ শুরুর আগ মুহূর্তে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পরেছেন মুস্তাফিজুর রহমান। ফলে পেস আক্রমণে বড় ধরণের ধাক্কা খেলো বাংলাদেশ দল। যদিও ভারপ্রাপ্ত হেড কোচ কোর্টনি ওয়ালশ এসব নিয়ে চিন্তিত নন।
ভারতে সাংবাদিক সম্মেলনে ওয়ালশ জানান, ‘আমাদের দলটি এখনও বেশ ভালো। দুর্ভাগ্যজনকভাবে মুস্তাফিজ খেলতে পারছে না। পেস আক্রমণে তাকে আমরা মিস করব।

'তবে এটা অন্য কারোর জন্য নিজেকে প্রমাণের বড় সুযোগ। মুস্তাফিজের বদলি পাওয়া কঠিন। বিষয়টি হতাশাজনক, তবে আমরা ইতিবাচক ভাবে দেখছি। আমি আশা করছি, অন্যকেউ এগিয়ে এসে জায়গাটা নেবে।'
কোচের কথার সঙ্গে সহমত পোষণ করেন মুশফিকুর রহীম। ‘চোটের উপর কারো হাত নেই। ক্রিকেটে এসব হয়। ওয়ালশ যেটা বলেছে, আমরা এখনো শক্তিশালী দল। মুস্তাফিজ ভিত্তিক নই আমরা। দলে অনেক ভালো ক্রিকেটার আছেন যারা কাজটা করতে পারে।'
এদিকে বুধবার দিন একটি টিম মিটিং করার কথা বাংলাদেশ দলের। এরপর রাজীব গান্ধী স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর দুইটার দিকে অনুশীলনে নামবে টাইগাররা। পহেলা জুনে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।