promotional_ad

সোহানকে নিয়ে বোর্ডের 'অন্যরকম' পরিকল্পনা

promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আর এই দলে জায়গা হারিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথা অনুযায়ী নিদাহাস ট্রফির সেরা এগারো জনের উপরে ভরসা করেছে দল। এছাড়াও বাকিদের নিয়ে ভাবনার কথা জানাতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান,


'শর্টার ভার্সনে খেলোয়াড়কে দেখা কিন্তু আসলে অনেক কষ্টকর। খুব তাড়াতাড়িই খেলা শেষ হয়ে যায়। সেই হিসেবে নিদাহাস ট্রফিতে যে ১১ জন খেলেছে তাদের ওপর আমাদের আস্থা রয়েছে। ফাইনালে যে দল খেলেছে তার বাইরে আমরা কয়েকজনকে বিবেচনা করেছি। 



promotional_ad

'এখানে মোসাদ্দেকের বিষয়টি এসেছে। সোহানকেও সেই কথা মাথায় রেখেই বিশ্রাম দেয়া হয়েছে। যেহেতু দুটি উইকেটরক্ষক দলে আছে, লিটন এবং মুশফিক। আর মুশফিক যথেষ্ট ভালো করছে শর্টার ভার্সনের ক্রিকেটে। সুতরাং এই কারণেই সোহানকে অফ রাখা হয়েছে।'


তবে নির্বাচকের কথায় কিছুটা হলেও ধোঁয়াশা খুঁজে পাওয়া গেল। একবার তিনি যদিও বলেন মুশফিক আর লিটনের কারনে সোহান বাদ, পরক্ষনেই আবার ভিন্ন মতামত উপস্থাপন করলেন তিনি।


'যেহেতু আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে, শর্টার ভার্সনের খেলা। তো ওকে (সোহান) নিয়ে আমাদের একটি অন্যরকম চিন্তা ভাবনা রয়েছে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে। একটি প্রস্তুতির দরকার আছে। 



'ওখানে গিয়ে সত্যি কথা বলতে টেস্টের জন্য প্রস্তুতি নেয়া আসলে বেশ কঠিন হবে। আমাদের লম্বা একটি সফর সামনে আসছে। এই কারণে আমরা কিছু খেলোয়াড়কে বিস্রাম দিয়েছি। যেমন ইমরুল কায়েসকে বিশ্রাম দেয়া হয়েছে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball