সোহানকে নিয়ে বোর্ডের 'অন্যরকম' পরিকল্পনা

ছবি:

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আর এই দলে জায়গা হারিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথা অনুযায়ী নিদাহাস ট্রফির সেরা এগারো জনের উপরে ভরসা করেছে দল। এছাড়াও বাকিদের নিয়ে ভাবনার কথা জানাতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান,
'শর্টার ভার্সনে খেলোয়াড়কে দেখা কিন্তু আসলে অনেক কষ্টকর। খুব তাড়াতাড়িই খেলা শেষ হয়ে যায়। সেই হিসেবে নিদাহাস ট্রফিতে যে ১১ জন খেলেছে তাদের ওপর আমাদের আস্থা রয়েছে। ফাইনালে যে দল খেলেছে তার বাইরে আমরা কয়েকজনকে বিবেচনা করেছি।

'এখানে মোসাদ্দেকের বিষয়টি এসেছে। সোহানকেও সেই কথা মাথায় রেখেই বিশ্রাম দেয়া হয়েছে। যেহেতু দুটি উইকেটরক্ষক দলে আছে, লিটন এবং মুশফিক। আর মুশফিক যথেষ্ট ভালো করছে শর্টার ভার্সনের ক্রিকেটে। সুতরাং এই কারণেই সোহানকে অফ রাখা হয়েছে।'
তবে নির্বাচকের কথায় কিছুটা হলেও ধোঁয়াশা খুঁজে পাওয়া গেল। একবার তিনি যদিও বলেন মুশফিক আর লিটনের কারনে সোহান বাদ, পরক্ষনেই আবার ভিন্ন মতামত উপস্থাপন করলেন তিনি।
'যেহেতু আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে, শর্টার ভার্সনের খেলা। তো ওকে (সোহান) নিয়ে আমাদের একটি অন্যরকম চিন্তা ভাবনা রয়েছে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে। একটি প্রস্তুতির দরকার আছে।
'ওখানে গিয়ে সত্যি কথা বলতে টেস্টের জন্য প্রস্তুতি নেয়া আসলে বেশ কঠিন হবে। আমাদের লম্বা একটি সফর সামনে আসছে। এই কারণে আমরা কিছু খেলোয়াড়কে বিস্রাম দিয়েছি। যেমন ইমরুল কায়েসকে বিশ্রাম দেয়া হয়েছে।'