সৌম্যের সামর্থ্যে প্রশ্ন ছিল বোর্ডেরও!

ছবি:

নিদাহাস ট্রফিতে দলের সবার পারফরমেন্স উজ্জ্বল মানের থাকলেও অনেকটাই ম্লান ছিল টাইগার ওপেনার সৌম্য সরকারের পারফরমেন্স। পাঁচটি ম্যাচে তার রান যথাক্রমে ১৪, ২৪, ১, ১০ এবং ১।
কিন্তু আসন্ন আফগানিস্তান সিরিজে আবারো দলে রাখা হয়েছে তাকে। এদিকে সৌম্যকে দলে রাখা নিয়ে স্বভাবতই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ক্রিকেট বোর্ডকে। উত্তরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান,
'সৌম্যকে নিয়ে আমাদেরও একটি প্রশ্ন ছিলো। যেহেতু শর্টার ভার্সনে এখন পর্যন্ত যতগুলো খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি ওর চিন্তাটা সবসময় আগে চলে আসে।

'সেই হিসেবে আমরা অধিনায়কের সাথেও আলোচনা করেছি এই বিষয়ে, কোচের সাথেও আলোচনা করেছি। সকলেই ওর সম্পর্কে ইতিবাচক রিপোর্ট দিয়েছে। যার কারণে ওকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।'
জানিয়ে রাখা ভাল, নিদাহাস ট্রফিতে ভাল পারফরমেন্স না করলেও গেল এপ্রিলে ডিপিএলে অগ্রণী ব্যাংকের হয়ে ১৫৪ রানের একটি ইনিংস খেলেছেন সৌম্য। হয়ত সেই ইনিংসকেই বিবেচনায় রেখেছেন নির্বাচকরা।
এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু রবিবার দিন দল ঘোষণার সময় আরও জানান এই দল গঠন কাদের পরামর্শ নিয়ে করা হয়েছে। সাবেক এই অধিনায়কের ভাষায়,
'কোর্টনি ওয়ালশের সাথে আমাদের কথা সবসময়ই হয়। যেহেতু নিদাহাস ট্রফিতে সে কোচ ছিলো, তাই তাঁর সাজেশন আমরা নিয়েছি। সে তো এখনও আমাদের অন্তর্বর্তীকালীন কোচ। সুতরাং ওর সাথে আলোচনা করেছি, পাশাপাশি অধিনায়কের সাথেও আলোচনা করি।
'আমাদের একটি টিম ওয়ার্কের মতো, আমরা আগেই বলেছিলাম আমাদের সিলেকশন প্যানেলে আমি, হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন, আকরাম খান সকলের মতামতের ওপর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।'