পরিবর্তনের পক্ষে নন সুজন

ছবি:

আসন্ন আফগান সিরিজে দলে অনেক বেশি পরিবর্তনের পক্ষপাতী নন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বরঞ্চ নিদাহাস ট্রফিতে টাইগারদের সেরা দল নিয়েই মাঠে নামার পক্ষপাতী তিনি। শনিবার দিন গণমাধ্যমকে জানান,
'যারা পারফর্মার, ভালো খেলছে তাদের থেকেই দল হবে। আমি মনে করি, এখানে আমাদের অনেক তরুণ আছে। শ্রীলঙ্কা সিরিজেও অনেক তরুণ খেলেছে। কিন্তু নিদাহাস ট্রফি থেকে সম্ভাব্য সেরা দল নিয়েই আমরা খেলব।
'ওখান থেকে পরিবর্তন করা দরকার হলে দু' একটা টিউন করা হবে। আমি মনে করি না, খুব বেশি পরিবর্তন হওয়া জরুরি বা হবে। আমার মনে হয়, কন্ডিশনকে মাথায় রেখে যতটুকু করা দরকার সেটাই করা হবে।'

একইসাথে আফগানিস্তানকে বিন্দুমাত্র ছোটো করে দেখছেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বরঞ্চ আফগানদের শক্তির জায়গা নিয়ে ইতিমধ্যেই ভাবা শুরু করে দিয়েছেন তিনি।
রশিদ খান বা মুজিবুর রহমানকে নিয়েও ভাবছেন তিনি। কিন্তু নিজেদের শক্তিমত্তাকেই দিনশেষে এগিয়ে রাখছেন জাতীয় দলের এই অভিভাবক। মিডিয়ার সামনে জানান,
'আমরা অবশ্যই নিজেদের সম্ভাব্য সেরা দল খেলানোর চেষ্টা করব। ভারতের কন্ডিশিনে খেলা, গরম থাকবে। ওদের স্পিনও ভালো। সবাই জানে, এই ফরম্যাটে আফগানিস্তান দারুণ একটা দল।
'তবে আমি মনে করি, আফগানিস্তানকে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এখন আমরা যথেষ্ট ভালো করছি, আশা করছি এই সিরিজেও দারুণ ক্রিকেট খেলব।'