মেন্টরের ভূমিকায় তামিম

ছবি:

জাতীয় দলের হেড কোচ এখনো ঠিক হয়নি। কিন্তু সামনের মাসেই টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্থান। এরপরে ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সফর। এদিকে অন্যান্য কোচরাও এখনো যোগ দেননি ক্যাম্পে।
কিন্তু তাতে কি! দলের সিনিয়ররা তো আর বসে নেই। জুনিয়রদের নিবিড় তত্ত্বাবধানে রেখেছেন তারা। ঠিক যেমন জাতীয় দলের ১৭ বছর বয়সী স্পিনার নাঈম হাসানকে দেখে রাখছেন ওপেনার তামিম ইকবাল খান। শুক্রবার মিডিয়ার সামনে নাঈম জানান,
'আমি আমার মতো করে প্রস্তুতি নিচ্ছি। টেস্টে যদি খেলায় তাহলে কিভাবে খেলতে হবে ওরকম প্রস্তুতি নিচ্ছি। বড় ভাইদের সঙ্গে কথা বলছি। কিভাবে উন্নতি করা যায়। তামিম ভাই বলছিলেন কোন পথে টেস্টে এগোতে হবে। এভাবে প্রস্তুতি করছি।'

অবশ্য তামিমই নন, মাশরাফি, মুশফিক বা মাহমুদউল্লাহরাও সঠিক পথটাই দেখাচ্ছেন জুনিয়রদের। 'সিনিয়র ভাইরা তো অনেক সাহায্য করেন। তারা বলেন কিভাবে উন্নতি করা যায়। তারা কিভাবে উন্নতি করেছেন। আমিও সেভাবে চেষ্টা করছি।'
এর মধ্যেই জাতীয় দলের ড্রেসিং রুমে পদার্পন করার অভিজ্ঞতা হয়ে গেছে অনূর্ধ্ব-১৯ থেকে উঠে আসা এই স্পিনারের। বোলিংয়ে কোন কোন বিষয়ে আরও উন্নতি করা দরকার সেটা নিয়েও কথা বলেছেন,
'উন্নতির জায়গা আছে লাইন-লেন্থে। ওইটা সব জায়গাতেই। যে কোনো ক্রিকেটেই লাইন-লেন্থ অনেক গুরুত্বপূর্ণ। এটা ঠিক রাখতে পারলে টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় বোলিং করতে পারবো।
'রান চেক দিয়ে বোলিং করতে পারলে উইকেট পাওয়া যায়। অবশ্য উইকেটের উপরও অনেকটাই নির্ভর করে। উইকেট কেমন হবে, কেমন বোলিং করতে হবে এসব। সুযোগ পেলে আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করবো।'