promotional_ad

আইপিএলের কারণে ভারতে বিশ্বকাপ জিততে সহজ হয়েছে: ওয়ার্নার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি

২৯ জানুয়ারি ২৫
বিপিএলে খেলতে দেখা তাদের

ঘরের মাঠে ভারতকে হারিয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার কারণে শিরোপা জিততে কিছুটা সুবিধা হয়েছে অস্ট্রেলিয়ার, স্বীকার করে নিলেন ডেভিড ওয়ার্নার। এই ওপেনারের মতে, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছে আইপিএল।


গত বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ফর্মের তুঙ্গে থেকেও ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ভারত। ট্রাভিস হেডের ১২০ বলে ১৩৭ রানের ইনিংসে শিরোপা হাতছাড়া হয় রোহিত শর্মাদের।



promotional_ad

সম্প্রতি ওয়ার্নার বলেন, 'আমরা আইপিএল খেলেছি। জানি ভারতের পিচ কেমন। আবহাওয়া, পরিস্থিতি, পিচ, সবই আমাদের পরিচিত। লাল মাটি হলে কেমন পিচ হবে, কালো মাটি হলে কেমন হবে আমরা সবই জানতাম। এগুলোই আমাদের সাহায্য করেছে।'


আরো পড়ুন

ভারতের কারণে সেমি ফাইনালের আগে বিড়ম্বনায় অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা

৪ ঘন্টা আগে
সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল, আইসিসি

এক দিনের বিশ্বকাপের ফাইনাল হয়েছিল আহমেদাবাদে। ভেন্যুও অস্ট্রেলিয়ার পক্ষে গিয়েছিল বলে মনে করেন ওয়ার্নার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সঙ্গে আকৃতিগতভাবে দারুণ মিল আছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের। সেই সুবিধাই নিয়েছে অস্ট্রেলিয়া।


ওয়ার্নার আরও বলেন, 'আমাদের কিছু হারানোর ছিল না। ২০০৯ সাল থেকে আমরা ভারতের মাঠগুলো ভালো করে চিনতে শুরু করেছি। আহমেদাবাদ এমন একটা মাঠ, যেখানে অস্ট্রেলিয়ার মতোই বাউন্ডারি। আমরা পরিকল্পনা করেছিলাম মেলবোর্নের মাঠকে মাথায় রেখে। বল করার সময় ভারতকে আমরা দূরের বাউন্ডারিতে মারতে বাধ্য করছিলাম।'



'বুকের উচ্চতায় বল করছিলাম। ব্যাট করার সময় ফাঁক খুঁজছিলাম মেলবোর্নকে মাথায় রেখেই। সেই কারণে সহজে দু’রান নিতে পারছিলাম।আমাদের দল খুবই অভিজ্ঞ। যে ভাবে খেলব ভেবেছিলাম, ঠিক সে ভাবেই খেলতে পেরেছি। কারণ আমরা উইকেটটা বুঝতে পেরেছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball