বাংলাদেশকে তিনশোর নিচে আটকে দিয়ে ভারতের স্বস্তি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল

৩ মিনিট আগে
জ্যাক ক্রলিকে শাসাচ্ছেন শুভমান গিল, ফাইল ফটো

ঢাকা টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয়েছে ২২৭ রানে। ৪ উইকেট নিয়ে টাইগারদের একাই গুড়িয়ে দিয়েছেন উমেশ যাদব। বল হাতে ভারতীয় দলের ত্রাতা ছিলেন তিনিই। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। তিনিও নিয়েছেন সমান ৪ উইকেট।


ভারত প্রথম ইনিংসে নেমে বিনা উইকেটে ১৯ রান করে দিনের খেলা শেষ করেছে। মিরপুরের উইকেট বরাবরই বোলিং সহায়ক। প্রথম দিন শেষে স্কোরবোর্ডও সেদিকেই ইঙ্গিত করছে। উমেশ মনে করেন এই উইকেটে শুধু পেসারদের জন্য বিশেষ কিছু নেই। বল পরিকল্পনা মতো হচ্ছে বলেও হতাশা প্রকাশ করেছন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে উমেশ বলেন, ‘এটা ৫০-৫০ উইকেট। এই উইকেট শুধু পেসার বা স্পিনারদের জন্য সাহায়ক নয়। কিছু বল বেশ উপরে উঠছিল এবং কিছু বল তেমনটা হচ্ছিল না। আপনাকে ধৈর্য্য ধরতে হবে। বেক অফ লেন্থের অনেক বল লাফিয়ে উঠেছে এবং অনেক ফুল লেন্থের বল সুইং করেনি। এখানে কোনো পেস নেই। অশ্বিন নতুন বলে বল করেছে এবং কিছু বল ঘুরেছে। বল পুরোনো হয়ে যাওয়ার পর এতোটা ঘুরেনি।'


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

১৬ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

বাংলাদেশকে তিনশোর নিচে আটকে দিয়ে স্বস্তি পেলেও তৃপ্তির ঢেঁকুর তুলছে না ভারত। এমনকি বাংলাদেশের ব্যাটিং লাইনআপকেও তারা হালকাভাবে নিচ্ছে না। উমেশের বিশ্বাস যে দল শেষ পর্যন্ত ধৈর্য্য ধরে রাখতে পারবে ফলাফল তাদের পক্ষেই যাবে।


উমেশ বলেন, ‘তাদের ২২৭ রানে আটকে দেওয়া ভালো পারফরম্যান্স। উইকেটের আচরণ আমরা বুঝতে চেষ্টা করছিলাম, কিছু বল টার্নিং হচ্ছিল, আবার কিছু বল কিক করছিল। যখন তারা থিতু হলো এবং মুমিনুল যেমনটা খেলছিল, ওভারে ৩ রানের বেশি পাচ্ছিল, তখন কঠিন হয়ে উঠেছিল। তাই আমি মনে করি তাদের তিনশোর নিচে আটকে দেওয়া ভালো পারফরম্যান্স হয়েছে।’


এই ভারতীয় পেসার আরও যোগ করেন, 'কোনো ব্যাটিং লাইনআপই সহজ না। আমার মনে হয় না টেস্ট এ রকম। এখানে আপনাকে দাঁত চেপে লড়াই করতে হবে। এটা ধর্য্যের খেলা। এখানে এসেই আপনি মারতে পারবেন না এবং সেঞ্চুরি করতে পারবেন না। এখানে যারা ধৈর্য্য ধরতে পারবে ফলাফল তাদের পক্ষেই যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball