ডেভিড অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে পারে: পন্টিং

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ
৩ ঘন্টা আগে
সিঙ্গাপুরের হার্ড হিটার ব্যাটার টিম ডেভিডকে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলানোর জন্য বেশ অনেকদিন থেকেই আলোচনা হচ্ছে। এমনকি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই তাকে খেলানোর প্রস্তাব দিয়েছেন অনেকে।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন ডেভিড এমন একজন ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে পারেন। তিনি নির্বাচক হলে ডেভিডের মতোই কাউকে দলে চাইতেন বলে জানিয়েছেন পন্টিং।
অস্ট্রেলিয়ার অন্যতম সফল এই অধিনায়ক বলেন, 'আমি যদি নির্বাচক হতাম তাহলে আমি তার মতো একজনকে দলে চাইতাম। সে সত্যিকারের একজন ম্যাচ উইনার।'

গত কয়েক বছর ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা পারফর্মারদের একজন ডেভিড। চলতি বছর তিনি ১৮৩.৫১ স্ট্রাইক রেটে তুলেছেন ১ হাজার ২ রান। সর্বাধিক রানসংগ্রাহকদের মধ্যে তা তৃতীয় সর্বোচ্চ। যেকোনো দলকেই ডেভিডের মতো ক্রিকেটার লম্বা সময় সার্ভিস দিতে পারেন বলে মনে করেন এই সাবেক ব্যাটার।
চিটাগংয়ের টাকার গরম নেই, তাই দেখাচ্ছে না: মিঠুন
৪ ফেব্রুয়ারি ২৫
তিনি বলেন, 'সে এমন একজন প্লেয়ার সে আসলেই বিশ্বকাপ জেতাতে পারে। সে কোনো সাধারণ খেলোয়াড় নয় যে অল্প সময়ের জন্য দলে আসবে এবং চলে যাবে।'
ডেভিডকে দেখে ২০০৩ বিশ্বকাপের অ্যান্ড্রু সাইমন্ডকে মনে পড়ছে পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে অনেক মানসম্পন্ন ক্রিকেটার থাকলেও তারা কেউই গত দুই বছরে ডেভিডের চেয়ে ভালো করেননি বলে মনে করেন এই সাবেক অজি অধিনায়ক।
তার ভাষ্য, 'সে আসলেই আমাকে ২০০৩ বিশ্বকাপের অ্যান্ড্রু সাইমন্ডকে মনে করিয়ে দেয়। আপনি যদি তাদের দলে নেন এবং সুযোগ দেন তাহলে তারা আপনাকে বিশ্বকাপ জেতাতে পারে।'
'আমি এখন তাকে এভাবেই দেখছি এবং আমি জানি অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে এখন অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমার মনে হয় না গত দুই বছরে তাদের কেউই টিমের চেয়ে বেশি ভালো খেলেছে।'