'ধোনির অর্ধেক করলেও বড় ক্রিকেটারের তকমা পাবে রিজওয়ান'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত
৩০ মার্চ ২৫
তিন ফরম্যাটেই পাকিস্তানের ব্যাটিং আক্রমণের অন্যতম ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে গত বছর রীতিমত প্রতিপক্ষকে শাসন করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বিশেষ করে টি-টোয়েন্টিতে সেরা ছন্দে ছিলেন রিজওয়ান।
এক ক্যালেন্ডার বর্ষে রিজওয়ার এই ফরম্যাটে ২ হাজারেরও বেশি রান করেছেন। যা টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো ক্রিকেটারের প্রথম নজির। এমনকি উইকেটরক্ষক হিসেবেও এক বছরে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড গড়েছেন তিনি।

এই রেকর্ডের পথে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও পেছনে ফেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে এক বছরে ধোনির ৩৯ ডিসমিসালের রেকর্ড ভেঙে রিজওয়ান ৪৭টি ডিসমিসাল করেছেন। এমন পারফরম্যান্সের পর অনেকেই রিজওয়ানকে ধোনির সঙ্গে তুলনায় মেতেছেন।
ছোটবেলা থেকেই পাকিস্তানের বিপক্ষে অভিষেকের স্বপ্ন দেখতেন আব্বাস
১৪ ঘন্টা আগে
যদিও রিজওয়ানকে এখনই ধোনির সমতুল্য মানতে নারাজ পাকিস্তানের সাবেক ব্যাটার সালমান বাট। তিনি মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার পাকিস্তানের ভবিষ্যৎ দলনেতা। ধোনির অর্ধেক অর্জন করতে পারলেই রিজওয়ান বড় ক্রিকেটারের তকমা পাবেন।
তিনি বলেন, 'রিজওয়ান বেশ শান্ত স্বভাবের ছেলে। আমি মনে করি সে ভবিষ্যতের দলনেতা। তবে এখনই এতদূর যাওয়ার প্রয়োজন নেই। ধোনির অর্ধেক অর্জন করতে পারলেও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে রিজওয়ানের নাম একজন বড় ক্রিকেটার হিসেবেই গন্য হবে।'
রিজওয়ানের প্রশংসা করলেও এখনই তার সঙ্গে ধোনির তুলনা চলে না বলে মনে করেন এই পাকিস্তানি ওপেনার। তার ভাষ্য, 'আমি মনে করি তার সেটা করা ক্ষমতা রয়েছে। তার কোন বাধ্যবাধকতা নেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ধোনির সঙ্গে এত বড় তুলনা করাটাও ঠিক হবে না।'