promotional_ad

ফাইনালের ইশান্ত যেন আনকোড়া বোলার!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত

৩০ মার্চ ২৫
দুই শিরোপা হাতে রোহিত শর্মা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। সেই ফাইনালে ভারতের একাদশে পেসার হিসেবে ছিলেন ইশান্ত শর্মা, জাস্প্রিত বুমরাহ, মোহাম্মদ শামি। কিন্তু সাউদাম্পটনের পেস বান্ধব উইকেটেও নিজের সেরাটা দিতে পারেননি অভিজ্ঞ পেসার ইশান্ত।


বিশেষ করে দ্বিতীয় ইনিংসে বুমরাহ, শামিরা বড় সুইং পেলেও ব্যার্থ ছিলেন ইশান্ত। আর তাতে ফলাফল দ্বিতীয় ইনিংসে তিনি উইকেট শূন্য। খেলা চলাকালে ধারাভাষ্যকাররা ভারতীয় বোলিং ইউনিট নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য বালিন্দার সিং সাধু বলেছেন ইশান্তের পরিবর্তে সিরাজকে খেলালে দলের জন্য সুবিধা হত।


এসময় ইশান্তের বোলিংয়ের করা সমালোচনা করে সাধু বলেন, ‘এমনকি শতাধিক টেস্ট খেলার পরও, ইশান্তকে আমার অনভিজ্ঞ মনে হয়। আক্রমণে ইশান্তর নেতৃত্ব দেওয়ার কথা কিন্তু তা করছে শামি। বুমরাহও বল সিম করাতে পারেনি, হতাশ করেছে।’



promotional_ad

দুর্দান্ত সব সুইং আর গতিতে ভারতীয়দের নাস্তানাবুদ করেছে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসনরা। বিপরীতে সুইংয়ে কিউইদের পরীক্ষা নিয়েছেন শামি, বুমরাহ। তিন পেসার নিয়ে একাদশ সাজানো ভারত ভোগেছে চতুর্থ পেসারের অভাবে। এক স্পিনার কমিয়ে সেই জায়গায় মোহাম্মাদ সিরাজ বা ভুবেনেশ্বর কুমারকে খেলানোর পক্ষে মত দিয়েছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।


সাবেক ভারতীয় অলরাউন্ডার রজার বিনি বলছেন ইংল্যান্ডের কন্দিশনে দুর্দান্ত ভুবেনেশ্বর। পাশাপাশি তার মতে এই উইকেটে কার্যকরী হতে পারতেন শার্দুল ঠাকুর। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য রজার বিনি বলেন, ‘ইংল্যান্ডের মাটিতে ভুবি আপনার সেরা বোলার। সঠিক লেন্থে বল করলে, সে এবং শার্দুল ঠাকুর এই উইকেটে কার্যকরী হতে পারত।’


ফাইনালে ভারতের বোলিং প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের রবিবারের (টেস্টের তৃতীয় দিন) বোলিং দেখেন, ইংল্যান্ডের মাটিতে এটা আদর্শ না। এটা সত্যিই অপমানজনক ছিল। আপনার প্রতিপক্ষ কি ধরনের বল করেছিল? স্কয়ারে খেলতে বিরাট কোহলি লড়াই করছিল। সকল ব্যাটসম্যানের লড়াই করতে হয়েছে। কোহলি এবং রাহানে কতবার পরাস্ত হয়েছে? আপনি যদি বল সিম করাতে পারেন, তাহলে ইংল্যান্ডের মাটিতে আপনার জন্য সবসময় বাড়তি সুবিধা থাকবে।’


ফাইনাল টেস্টে তখন পঞ্চম দিনের খেলা শুরু হবে। কমেন্ট্রি বক্সে দিনেশ কার্তিকের কাছে নাসের হুসেইন জানতে চাইলেন, ভারত কী ভুবেনেশ্বরের অভাব বোধ করছে? কিছুক্ষণ পর গাভাস্কারের কাছে মিকি আথারটনেরও একই প্রশ্ন। জবাবে গাভাস্কার জানালেন, সাউদাম্পটনের এই উইকেট ভুবেনেশ্বরের জন্য আদর্শ কন্ডিশন। কিন্তু ভারতের মূল স্কোয়াডেই জায়গা পাননি এই ডানহাতি পেসার।



২০১৮ সালের পর সাদা পোশাকের ক্রিকেটে ভারতের হয়ে কোন ম্যাচ খেলেননি ভুবেনেশ্বর। বেশ কিছু দিন ইঞ্জুরিতে থাকলেও ফাইনালের পূর্বে ছিলেন শতভাগ ফিট। ভুবেনেশ্বরকে গাভাস্কারের পছন্দের পেছনে যুক্তি হতে পারে ইংল্যান্ডের মাটিতে তার পরিসংখ্যান। ইংলিশ কন্ডিশনে এক মাত্র সিরিজটি খেলেছিলেন ২০১৪ সালে। সেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২৬.৬৩ গড়ে তার শিকার ১৯ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball