promotional_ad

কৃষ্ণাপ্পাকে জড়িয়ে ধরে অভিবাদন জানিয়েছেন রোহিত-হার্দিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ধোনি বিদায় নিলে আইপিএলই ক্ষতিগ্রস্থ হবে: গেইল

২২ ঘন্টা আগে
ক্রিস গেইল ও মহেন্দ্র সিং ধোনি, আইপিএল

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম আসরের নিলাম। প্রতিবারের মতো এবারের নিলামও ছিল চমকে ভরা। এই নিলামের বড় চমক ছিল এখন পর্যন্ত অভিষেক না হওয়া কৃষ্ণাপ্পা গৌতম। ভিত্তিমূল্য ২০ লাখ রুপি থাকলেও এই অলরাউন্ডারকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।


নিলামে রেকর্ড গড়া কৃষ্ণাপ্পাকে জড়িয়ে ধরে অভিবাদন জানিয়েছেন ভারতীয় দলের অন্যতম দুই তারকা রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া। আইপিএল ইতিহাসে এর আগে এত দামে কোন অনভিষিক্ত ভারতীয় ক্রিকেটারকে কেনার নজির দেখা যায়নি।



promotional_ad

২০১৮ সালে জাতীয় দলে না খেলা ক্রুনাল পান্ডেকে রেকর্ড ৮ কোটি ৮০ লাখ রুপিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। সেই রেকর্ড টপকে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ কৃষ্ণাপ্পাই এখন অনভিষিক্ত ভারতীরদের মধ্যে সবথেকে দামী ক্রিকেটার। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে আহমেদাবাদে রয়েছেন ভারতীয় দলের সঙ্গে।


ভারতীয় ‘এ’ দলের নিয়মিত মুখ হলেও ইংল্যান্ড সিরিজে নেট বোলার হিসেবে দলের সঙ্গে রয়েছেন কৃষ্ণাপ্পা। সেখানে বসেই টিভিতে দেখছিলেন আইপিএলের নিলাম প্রক্রিয়া। নিলামে তাঁকে দলে ভেড়াতে যখন রেকর্ড গড়েছে চেন্নাই, তখনই অভিবাদন জানাতে কৃষ্ণাপ্পার রুমে পৌঁছে যান জাতীয় দলের তারকা দুই ক্রিকেটার-রোহিত আর হার্দিক।


আবেগঘন সেই মুহুর্তের কথা উল্লেখ করে কৃষ্ণাপ্পা বলেন, ‘আমরা তখন মাত্র আহমেদাবাদে পৌঁছেছি। নিলাম দেখার জন্য টিভি অন করতেই সেখানে আমার নাম ভেসে ওঠে। প্রতি মুহুর্তে তখন আমার অনুভূতি বদলাচ্ছিল। চেন্নাই যখন আমাকে কিনে ফেলে তখনই রোহিত আর হার্দিক আমার দরজায় নক করেন এবং আমাকে জড়িয়ে ধরেন। আমার কাছে তাঁরা বড় ট্রিট-ও দাবি করেছেন।’



অবশ্য পাঁচ বছর আগে এই অলরাউন্ডার প্রচন্ড বাজে সময়ের ভেতর থেকে গেছেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাঁকে নিজের বোলিং ধরন পরিবর্তন করতে হয়। অবশ্য বোলিং অ্যাকশনে শুধরানোর পরেও কর্ণাটক দলে সুযোগ পাননি এই ক্রিকেটার। তবে কৃষ্ণাপ্পা সেখানে থেমে যাননি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নিয়মিত নিজের পারফরম্যান্সের উন্নতি করে গেছেন।


নিজের ঘুরে দাঁড়ানো সম্পর্কে উল্লেখ করে তিনি জানান, ‘এটা ছিল কঠিন সময়। হ্যাঁ, আমার জন্য তখন পর্যাপ্ত সুযোগ ছিলো না। তবে আমি এমন একজন মানুষ যে কিনা প্রতিদিন শিখছি এবং নিজেকে সংশোধন করছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball