বেঙ্গালুরুতে ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন সিরাজ

ছবি: বেঙ্গালুরুতে ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন মোহাম্মদ সিরাজ, ফাইল ফটো

২০১৭ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরুর পর ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত টানা সাত মৌসুমে সিরাজ খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। এই দলে পারফর্ম করার মাধ্যমে জশ-খ্যাতি, জাতীয় দলে ডাক- সবই পেয়েছেন এই পেসার।
পারফরম্যান্স দিয়েই জবাব দিতে চান সিরাজ
২১ মার্চ ২৫
গতকাল নতুন দল গুজরাটের হয়ে বেঙ্গালুরুর বিপক্ষে নামেন সিরাজ। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বেঙ্গালুরু। ৪২ রানে দলটি হারায় ৪ উইকেট। নিজের দুই ওভারে ফিল সল্ট (১৪) এবং দেবদূত পাড়িকালকে (৪) বোল্ড করেন মোহাম্মদ সিরাজ। ম্যাচ শেষে সিরাজের বোলিং ফিগার দাঁড়ায় ১৯ রান খরচায় তিন উইকেট।
ম্যাচ শেষে সিরাজ বলেন, 'নাহ (বাড়তি আগুন ছিল না)… কিছুটা আবেগপ্রবণ ছিলাম, কারণ সাত বছর এখানে খেলেছি, লাল জার্সিতে খেলেছি। এবার ভিন্ন অভিজ্ঞতা… কিছুটা নার্ভাস ছিলাম, আবেগও ছিল। তবে যখনই হাতে বল নিয়েছি, এরপর ‘ফুল অন’ হয়ে গেছি।'

আইপিএলের শুরুটাও এবার ভালো ছিল না সিরাজের। রান বন্যার প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে চার ওভারে ৫৪ রান দেন তিনি। পরের ম্যাচে অবশ্য ছন্দে ফেরেন সিরাজ, উইকেট নেন দুটি।
বেঙ্গালুরুতে গুজরাটকে জেতালেন সিরাজ
২ এপ্রিল ২৫
এর আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাননি সিরাজ। জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর আইপিএলের আগ পর্যন্ত রঞ্জি ট্রফির একটি ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচই খেলেননি তিনি।
সিরাজ আরও বলেন, 'টানা ম্যাচ খেলছিলাম। ভুলগুলো তাই উপলব্ধি করতে পারছিলাম না। এবার যখন বিরতি পেলাম, নিজের ফিটনেস ও বোলিংয়ের ওপর মনোযোগ দিলাম। মানসিকভাবেও সবকিছু খুব ভালো ছিল। এরপর যখন জিটি দলে (গুজরাট টাইটান্স) দলে যোগ দিলাম, তখন আশিস ভাইয়ের সঙ্গে (কোচ আশিস নেহরা) কাজ করলাম। বল এখন হাত থেকে ভালোভাবে বের হচ্ছে এবং আত্মবিশ্বাসও দারুণ।'
'বিশ্বাসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, নিজের ভেতরে বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস না থাকলে আতঙ্কিত হয়ে পড়ার সুযোগ থাকে। আমার ভেতরে এই বিশ্বাসটা রাখি যে, আমি করতে পারি। আমার মানসিকতটা এরকমই থাকে।'