promotional_ad

বেঙ্গালুরুতে ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন সিরাজ

বেঙ্গালুরুতে ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন মোহাম্মদ সিরাজ, ফাইল ফটো
আইপিএলে টানা সাত মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন মোহাম্মদ সিরাজ। তবুও গতবারের মেগা নিলামে তাকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। এই পেসারকে কিনে নেয় গুজরাট টাইটান্স আইপিএলে গতকাল মুখোমুখি হয় বেঙ্গালুরু-গুজরাট, যেখানে গুজরাটকে জিতিয়ে ম্যাচসেরা হন সিরাজ। ম্যাচ শেষে তিনি জানালেন, বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামি স্টেডিয়ামে নামার সময় আবেগপ্রবণ হয়ে ওঠার কথা।

promotional_ad

২০১৭ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরুর পর ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত টানা সাত মৌসুমে সিরাজ খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। এই দলে পারফর্ম করার মাধ্যমে জশ-খ্যাতি, জাতীয় দলে ডাক- সবই পেয়েছেন এই পেসার।


আরো পড়ুন

পারফরম্যান্স দিয়েই জবাব দিতে চান সিরাজ

২১ মার্চ ২৫
গুজরাটের অনুশীলনে মোহাম্মদ সিরাজ

গতকাল নতুন দল গুজরাটের হয়ে বেঙ্গালুরুর বিপক্ষে নামেন সিরাজ। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বেঙ্গালুরু। ৪২ রানে দলটি হারায় ৪ উইকেট। নিজের দুই ওভারে ফিল সল্ট (১৪) এবং দেবদূত পাড়িকালকে (৪) বোল্ড করেন মোহাম্মদ সিরাজ। ম্যাচ শেষে সিরাজের বোলিং ফিগার দাঁড়ায় ১৯ রান খরচায় তিন উইকেট। 


ম্যাচ শেষে সিরাজ বলেন, 'নাহ (বাড়তি আগুন ছিল না)… কিছুটা আবেগপ্রবণ ছিলাম, কারণ সাত বছর এখানে খেলেছি, লাল জার্সিতে খেলেছি। এবার ভিন্ন অভিজ্ঞতা… কিছুটা নার্ভাস ছিলাম, আবেগও ছিল। তবে যখনই হাতে বল নিয়েছি, এরপর ‘ফুল অন’ হয়ে গেছি।'



promotional_ad

আইপিএলের শুরুটাও এবার ভালো ছিল না সিরাজের। রান বন্যার প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে চার ওভারে ৫৪ রান দেন তিনি। পরের ম্যাচে অবশ্য ছন্দে ফেরেন সিরাজ, উইকেট নেন দুটি। 


আরো পড়ুন

বেঙ্গালুরুতে গুজরাটকে জেতালেন সিরাজ

২ এপ্রিল ২৫
বেঙ্গালুরুতে গুজরাটকে জেতালেন মোহাম্মদ সিরাজ, ফাইল ফটো

এর আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাননি সিরাজ। জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর আইপিএলের আগ পর্যন্ত রঞ্জি ট্রফির একটি ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচই খেলেননি তিনি।


সিরাজ আরও বলেন, 'টানা ম্যাচ খেলছিলাম। ভুলগুলো তাই উপলব্ধি করতে পারছিলাম না। এবার যখন বিরতি পেলাম, নিজের ফিটনেস ও বোলিংয়ের ওপর মনোযোগ দিলাম। মানসিকভাবেও সবকিছু খুব ভালো ছিল। এরপর যখন জিটি দলে (গুজরাট টাইটান্স) দলে যোগ দিলাম, তখন আশিস ভাইয়ের সঙ্গে (কোচ আশিস নেহরা) কাজ করলাম। বল এখন হাত থেকে ভালোভাবে বের হচ্ছে এবং আত্মবিশ্বাসও দারুণ।'



'বিশ্বাসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, নিজের ভেতরে বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস না থাকলে আতঙ্কিত হয়ে পড়ার সুযোগ থাকে। আমার ভেতরে এই বিশ্বাসটা রাখি যে, আমি করতে পারি। আমার মানসিকতটা এরকমই থাকে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball