সমালোচনার মুখে বেয়ারস্টোকে দলে ফেরালো ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবারও সারেতে ফিরলেন কেমার রোচ
২৮ মার্চ ২৫
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম টেস্টে থাকছেন না জনি বেয়ারস্টো। সেটা আগেই জানা গেছে। এবার দ্বিতীয় টেস্টের জন্য তাঁকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে ইংলিশরা।
শ্রীলঙ্কায় দূর্দান্ত ব্যাটিং করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ভারতের বিপক্ষে প্রথম ২ টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিলো। যদিও সমালোচনার মুখে এক ম্যাচ আগেই তাঁকে দলে ফেরাচ্ছে ইংল্যান্ড দলের ম্যানেজমেন্ট।

ভারতের বিপক্ষে সিরিজে বেয়ারস্টোর পাশাপাশি মার্ক উড ও স্যাম কারেনকেও বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ জায়গায় ডাক পেয়েছেন শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে থাকা বেন স্টোকস, জোফরা আর্চার ও ররি বার্নস।
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত
১৪ মিনিট আগে
শ্রীলঙ্কায় মাটিতে ব্যাট হেসেছে বেয়ারস্টোর। ২ ম্যাচে ৪৬.৩৩ গড়ে ১৩৯ রান করেছেন তিনি। ৫ ফেব্রুয়ারীর হতে যাওয়া চেন্নাই টেস্টে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে অনেক মহলেই।
দ্বিতীয় টেস্ট থেকে বেয়ারস্টোর খেলার ব্যাপার নিশ্চিত করে ব্যাটিং কোচ গ্রাহাম থর্প বলেন, ‘প্রথম টেস্টের পরেই সে (জনি বেয়ার্স্টো) দলে ফিরছে।’
বেয়ারস্টোর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে বিশ্রাম দেয়ায় অনেকের মত চটেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনও।
তিনি বলেছিলেন, ‘ভারতের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডটি অবশ্যই বিতর্কিত। ভারতের মাটিতে জয় পাওয়া অস্ট্রেলিয়ার মাটিতে জয় পাওয়ার মতোই বড় বিষয়। সেরা দলটি না নামানো হলে ইংল্যান্ডের ভক্তদের জন্য হবে অসম্মানের। বেয়ারস্টোকে অবশ্যই খেলাতে হবে!ব্রড এন্ডার্সনকে অবশ্যই খেলাতে হবে।’