promotional_ad

বন্ডের 'বন্দুক' বুমরাহ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। অনেক সাবেক কিংবদন্তি তাঁকে ভারতের সর্বকালের সেরা পেসার বলতেও দ্বিধা বোধ করেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুমরাহকে খুব কাছ থেকে দেখেছেন সাবেক কিউই পেসার শেন বন্ড। দলটির বোলিং কোচের ভূমিকায় লম্বা সময় ধরেই আছেন তিনি। সম্প্রতি বুমরাহকে তিনি বন্দুক বলে অবহিত করেছেন।


শুধু তাই নয় বন্ডের বিশ্বাস বিশ্বের সেরা পেসার হিসবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগ্রহ রয়েছে বুমরাহর। এমন উচ্চতায় পৌঁছানোর জন্য তাঁর নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে বলেও মনে করেন বন্ড। তিনি এ প্রসঙ্গে বলেছেন, 'আমি মনে করি নিজেকে বিশ্বের সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছে রয়েছে তাঁর। সে একজন সেরা পেসার। সে বন্দুকের ন্যায়।'



promotional_ad

আইপিএলের গত ৬ আসর ধরেই মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন বন্ড। দলটিতে দীর্ঘ দিন কাজ করার ফলে বুমরাহর বোলিংয়ের আদ্যোপান্ত জানা আছে বন্ডের। খুব দ্রুত না দৌড়ালেও বুমরাহ যে গতিতে বল করেন তাতে মুগ্ধ করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই কোচকে। বুমরাহর ভিন্ন ধর্মী অ্যাশনেরও প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটের সাবেক এই তারকা পেসার।


তিনি বলেছেন, 'সে খুব দ্রুত গতিতে দৌড়ায় না। সে ধীরে ধীরে বোলিংয়ের জন্য দৌড় শুরু করে এবং দ্রুত ডেলিভারি করে। তবে তাঁর সোজা ডেলিভারিটা একটু অন্যরকম। কোন ছেলের জন্য এটি বড় কিছু নয় এবং সে দ্রুত দৌড়ায় না, তবে তাঁর বোলিং সত্যিই দ্রুত গতির।'


আইপিএলের ১৩তম আসরের শিরোপা জিতেছে মুম্বাই। দলটির শিরোপা  জয়ে বড় অবদান রেখেছেন বুমরাহ। এবারের আসরে ১৫ ম্যাচে ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন তিনি। এর মধ্যে দুই ম্যাচে নিয়েছেন ৪টি করে উইকেট।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball